২ মাসে আড়াই লাখ টাকার বরই বিক্রি
চলতি মৌসুমে ১০ বিঘা জমিতে বিভিন্ন জাতের বরই চাষাবাদ করেছেন দুলাল। কৃষিকাজে সাফল্য না পেলেও বরই চাষাবাদে দারিদ্র্য থেকে মুক্তি পেয়েছেন মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের চর উকিয়ারা গ্রামের কৃষক দুলাল হোসেন।
আপেলকুল, কাশ্মীরি আপেলকুল, নারিকেল কুল, সিটলেস কুল, বল সুন্দরী বরইসহ বিভিন্ন জাতের বরই রয়েছে তার বাগানে। শুরুর দিকে মুনাফা কম হলেও এখন বরই চাষাবাদে বেশ লাভবান তিনি। বরই চাষাবাদে তার সাফল্য দেখে আশপাশের বিভিন্ন এলাকায় দিন দিন বাড়ছে বরইচাষির সংখ্যা।
সরেজমিনে দুলাল হোসেনের তিনটি বরই-বাগান ঘুরে দেখা যায়, বাগানের বরইগাছ থেকে বরই সংগ্রহের কাজে ব্যস্ত শ্রমিকরা। বরইয়ের মৌসুম শেষের দিকে হলেও এখনো প্রতিটি গাছে প্রচুর পরিমাণ বরই রয়েছে। শ্রমিকরা গাছ থেকে বরই সংগ্রহ করছেন। স্কুল বন্ধ থাকায় দুলালের এক ছেলে রাসেলও বাবার সঙ্গে বরই-বাগানে এসেছে বরই সংগ্রহ করতে।
শুধু নিজেই সফল হননি। তার উদ্যোগের কারণে বরই-বাগানে স্থায়ীভাবে কাজের সুযোগ পেয়েছেন ৮ থেকে ১০ জন শ্রমিক। বরই-বাগানে ১৯ বছর ধরে কাজ করেন নারী শ্রমিক রেজিয়া (৭৫)। তার বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার চর উকিয়ারা গ্রামে।
বগুড়ার ধুনট উপজেলার পাঁচথবি গ্রামের শ্রমিক জামাল উদ্দিন বলেন, লেহাপড়া করি নাই আমরা মুখ্যুসুখ্যু মানুষ। কৃষিকাজ কইরা চলি। আগে কাজের লাইগা নানা জায়গায় ঘুরছি আর নিয়মিত কাজও পাওয়া কষ্টকর ছিল। তয় এহন আর সেই কষ্ট নাই। নিয়মিত দুলাল হোসেনের বরই-বাগানে কাজ করতে পারছি।
দুলাল হোসেন বলেন, ২০০২ সালে দুটি বরইগাছ দিয়ে চাষাবাদ শুরু করেন। ১৯ বছর পর সফলতার মুখ দেখেছেন। ১০ বিঘা জমি ভাড়া নিয়ে গড়ে তুলেছেন ছোট-বড় পাঁচটি বরই-বাগান। উন্নত এসব বরইয়ের স্থানীয় পাইকারি বাজারে বেশ চাহিদাও রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, তার এসব বরই-বাগানে মৌসুমে ৮ থেকে ১০ জন শ্রমিক কাজ করেন। আর সারা বছর কাজ করেন তিন থেকে চারজন শ্রমিক। নিজের ভাগ্যোন্নয়নের পাশাপাশি তার স্থায়ীভাবে কর্মসংস্থানের ব্যবস্থাও হয়েছে এসব শ্রমিকের। অন্যের ভাড়া করা জমিতে গড়ে তোলা এই পাঁচটি বরই-বাগানে বিভিন্ন জাতের প্রায় ৮০০ বরইগাছে বয়েছে।
তিনি বলেন, ১০ বিঘা জমির ভাড়া বাবাদ প্রতিবছর দিতে হয় ৮০ থেকে ৯০ হাজার টাকা। এ ছাড়া শ্রমিকের খরচসহ অন্যান্য সব খরচ মিলে প্রতিবছর মোট খরচ হয় প্রায় দুই লাখ টাকা। তাতে বিঘা প্রতি খরচ পরে প্রায় ২০ হাজার টাকা। আর এক বিঘা জমিতে ১০০টি চারাগাছ রোপন করা যায়। রোপণের এক বছর পর থেকেই বরইগাছ থেকে ফল পাওয়া যায়। প্রথম বছর প্রতিটি গাছ থেকে ২০ থেকে ২৫ কেজি ফল পাওয়া যায়। তবে বরইগাছে বয়স চার থেকে পাঁচ বছর হলেই ফলন বেড়ে যায়। তখন ১০০টি গাছ থেকে ৫০ মণ বরই পাওয়া যায় অনায়াসে। যার বাজার মূল্য প্রায় এক লাখ টাকা।
চলতি বছর পাইকারি বাজারদর কিছুটা কম। করোনার কারণে স্কুল-কলেজ বন্ধ থাকায় পাইকাররা তেমন বরই কিনছেনন না। তবে এবার পাইকারি বাজারে দেড় থেকে দুই হাজার টাকা মণ বরই বিক্রি করেছি। প্রতিবছর জানুয়ারির শেষের দিকে গাছ থেকে বরই সংগ্রহ শুরু হয় আর ফলন তোলা শেষ হয় মার্চে। দেড় দুই মাস থাকে এই বরইয়ের বাজার।
এ বছর মোট খরচ হয়েছে প্রায় দুই লাখ টাকা। আর এখন পর্যন্ত বরই বিক্রি করেছি আড়াই লাখ টাকা। সামনে আরও ৫০ হাজার টাকার বরই বিক্রি করতে পারবেন বলে জানান কৃষক দুলাল হোসেন।

কোন মন্তব্য নেই