মার্জিন ঋণ সুদ হার বাস্তবায়নের সময় বাড়াতে চায় বিএমবিএ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মার্জিন ঋণ সুদ হার বাস্তবায়নের সময় বাড়াতে চায় বিএমবিএ


মার্চেন্ট ব্যাংকার কর্তৃক প্রদত্ত মার্জিন ঋণের উপর সুদ বা মুনাফা আদায়ের ক্ষেত্রে কস্ট অব ফান্ডের সাথে সর্বোচ্চ ৩ শতাংশ স্প্রেড আদায়ের নির্দেশনা বাস্তবায়নের সময় এক বছর বাড়ানোর আবেদন করেছে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে বিএমবিএ এ আবেদন করেছে।


বিএমবিএ সূত্রে এ তথ্য জানা গেছে।

বিএমবিএ সভাপতি ছায়েদুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি বুধবার (২৪ মার্চ) বিএসইসির কাছে জমা দেয়া হয়েছে।


মার্জিন ঋণের উপর সুদ বা মুনাফা আদায়ের ক্ষেত্রে কস্ট অব ফান্ডের স্প্রেড আদায়ের কার্যকারিতা ২০২১ সালের ১ জুলাইয়ের পরিবর্তেত ২০২২ সালের ৩০ জুন থেকে কার্যকরের জন্য বিএসইসির কাছে আবেদন করেছে।


গত ৭ মার্চ বিএসইসি মার্জিন ঋণের উপর সুদ বা মুনাফা আদায়ের ক্ষেত্রে কস্ট অব ফান্ডের সাথে যে সর্বোচ্চ ৩ শতাংশ স্প্রেড আদায় করতে পারবে তা ১ ফেব্রুয়ারির পরিবর্তে ১ জুলাই থেকে কার্যকর হবে বলে নির্দেশনা দিয়েছে বিএসইসি। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই নির্দেশনা বলবৎ থাকবে বলে বিএসইসি জানিয়েছে।


এর আগে সর্বোচ্চ ৩ শতাংশ স্প্রেড আদায়ের বিষয়ে গত ১৩ জানুয়ারি একটি নির্দেশনা দিয়েছিল বিএসইসি। ওই নির্দেশনায় বলা হয়েছিল সর্বোচ্চ ৩ শতাংশ স্প্রেড আদায় ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। কিন্তু ৭ মার্চ আরেকটি সাক্যুলার জারি করে বিএসইসি জানিয়েছে এই নির্দেশনা ১ জুলাই থেকে কার্যকর হবে।






কোন মন্তব্য নেই