মাইডাস ফাইন্যান্সের ইজিএমের স্থান পরিবর্তন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মাইডাস ফাইন্যান্সের ইজিএমের স্থান পরিবর্তন


পুঁজিবাজারের তালিকাভুক্ত মাইডাস ফাইন্যান্স লিমিটেডের বিশেষ সাধারণ সভার (ইজিএম) স্থান পরিবর্তন করা হয়েছে। আগামী ৩০ মার্চ সকাল ১০টায় কোম্পানিটির এ সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


কোম্পানিটির বিশেষ সাধারণ সভা ডিজিটাল প্লাটফর্মের পাশাপাশি শেয়ারহোল্ডারদের সশরীরে উপস্থিতির মাধ্যমে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কোম্পানির নতুন ঘোষণা অনুযায়ী এ সভা শুধুমাত্র ডি https://midasfinancing-egm.bdvirtual.comজিটাল প্লাটফর্মেই অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে। https://midasfinancing-egm.bdvirtual.com ব্যবহার করে ইজিএমে যুক্ত হতে হবে।


২০০২ সালে মাইডাস ফাইন্যান্স লিমিটেড পুঁজিবাজারে অন্তর্ভুক্ত হয়। ২০১৯ সালে কোম্পানিটি ৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। এরমধ্যে ২.৫০ শতাংশ ক্যাশ ও ২.৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড।





কোন মন্তব্য নেই