মাইডাস ফাইন্যান্সের ইজিএমের স্থান পরিবর্তন
পুঁজিবাজারের তালিকাভুক্ত মাইডাস ফাইন্যান্স লিমিটেডের বিশেষ সাধারণ সভার (ইজিএম) স্থান পরিবর্তন করা হয়েছে। আগামী ৩০ মার্চ সকাল ১০টায় কোম্পানিটির এ সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির বিশেষ সাধারণ সভা ডিজিটাল প্লাটফর্মের পাশাপাশি শেয়ারহোল্ডারদের সশরীরে উপস্থিতির মাধ্যমে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কোম্পানির নতুন ঘোষণা অনুযায়ী এ সভা শুধুমাত্র ডি https://midasfinancing-egm.bdvirtual.comজিটাল প্লাটফর্মেই অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে। https://midasfinancing-egm.bdvirtual.com ব্যবহার করে ইজিএমে যুক্ত হতে হবে।
২০০২ সালে মাইডাস ফাইন্যান্স লিমিটেড পুঁজিবাজারে অন্তর্ভুক্ত হয়। ২০১৯ সালে কোম্পানিটি ৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। এরমধ্যে ২.৫০ শতাংশ ক্যাশ ও ২.৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড।
কোন মন্তব্য নেই