তিন প্রান্তিকে দেশ জেনারেলের নিট মুনাফা ২ কোটি টাকা লেনদেন শুরু আজ
এদিকে তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) দেশ জেনারেল ইন্স্যুরেন্সের নিট মুনাফা হয়েছে ৮৪ লাখ ৯০ হাজার টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬৫ লাখ ৩০ হাজার টাকা। এ সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৫ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৭ পয়সা। আইপিও শেয়ার বিবেচনায় নিলে তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির ইপিএস দাঁড়াবে ২১ পয়সা।
৩০ সেপ্টেম্বর দেশ জেনারেল ইন্স্যুরেন্সের পুনর্মূল্যায়নসহ শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৪৫ পয়সা (আইপিও-পূর্ব পরিশোধিত শেয়ারের ভিত্তিতে), আইপিও শেয়ার বিবেচনায় নিলে যা দাঁড়াবে ১১ টাকা ৪৭ পয়সা। ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ছিল ২ কোটি ৪০ লাখ। এর সঙ্গে আইপিও শেয়ার যোগ হলে মোট শেয়ার সংখ্যা দাঁড়াবে ৪ কোটি।
দেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন আজ শুরু হচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ‘এন’ ক্যাটাগরির শেয়ারটির ট্রেডিং কোড ‘উওেঈ’। আর কোম্পানি কোড ২৫৭৫০।
গত ২৩ মার্চ দেশ জেনারেল ইন্স্যুরেন্সের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারির মাধ্যমে বরাদ্দকৃত শেয়ার সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের বিও অ্যাকাউন্টে জমা করা হয়। তার আগে ১৪-১৮ ফেব্রুয়ারি কোম্পানিটির আইপিও আবেদনের চাঁদা গ্রহণ চলে।
ফিক্সড প্রাইস পদ্ধতির আইপিওর মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্ত হচ্ছে বীমা খাতের প্রতিষ্ঠান দেশ জেনারেল ইন্স্যুরেন্স। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৫১তম কমিশন সভায় কোম্পানিটির আইপিওতে অনুমোদন দেয়া হয়।
দেশ জেনারেল ইন্স্যুরেন্স ১০ টাকা ইস্যু মূল্যে মোট ১ কোটি ৬০ লাখ সাধারণ শেয়ার আইপিওর মাধ্যমে ইস্যু করেছে। এর মাধ্যমে কোম্পানিটি পুঁজিবাজার থেকে ১৬ কোটি টাকা উত্তোলন করেছে। উত্তোলিত অর্থ সরকারি ট্রেজারি বন্ড, ফিক্সড ডিপোজিট ও পুঁজিবাজারে বিনিয়োগ এবং আইপিওর ব্যয় নির্বাহের কাজে খরচ করবে তারা।
কোন মন্তব্য নেই