ছেলেকে শেয়ার উপহার দেবেন সায়হাম কটনের উদ্যোক্তা পরিচালক - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ছেলেকে শেয়ার উপহার দেবেন সায়হাম কটনের উদ্যোক্তা পরিচালক


ছেলেকে শেয়ার উপহার দেবেন সায়হাম কটন মিলস লিমিটেডের উদ্যোক্তা পরিচালক সৈয়দ মো. ফয়সাল। বর্তমানে তার হাতে থাকা ১ কোটি ২৩ লাখ ৮৭ হাজার ৫০০ শেয়ার থেকে ৬০ লাখ শেয়ার ছেলে সৈয়দ শাফকাত আহমেদকে উপহার দেবেন তিনি। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অনুমোদন পাওয়ার পরের ৩০ কার্যদিবসের মধ্যে এ শেয়ার হস্তান্তর করবেন তিনি।


২০১২ সালে তালিকাভুক্ত হওয়া সায়হাম টেক্সটাইলের অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১৪৮ কোটি ৭৭ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৩০৯ কোটি ৫৮ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১৪ কোটি ৮৭ লাখ ৭৫ হাজার। এর মধ্যে ৪২ দশমিক ৪০ শতাংশ উদ্যোক্তা-পরিচালক, ১২ দশমিক ২৭ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৪৫ দশমিক ৩৩ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।


সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) সায়হাম কটন মিলসের শেয়ারপ্রতি আয় হয়েছে (ইপিএস) ৩৭ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪৫ পয়সা। দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) ইপিএস হয়েছে ২২ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৯ পয়সা। ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৬ টাকা ২৭ পয়সা।


৩০ জুন সমাপ্ত ২০২০ বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি সায়হাম কটন মিলস। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬৪ পয়সা, যেখানে আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ১৪ পয়সা। ৩০ জুন কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৩৫ টাকা ৯৭ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৭ টাকা ৫০ পয়সা।

২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় সায়হাম কটন। তার আগে ২০১৭ হিসাব বছরের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।


ডিএসইতে গতকাল সায়হাম কটন শেয়ারের সমাপনী দর ছিল ১৬ টাকা ১০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ১৬ টাকা ১০ পয়সা থেকে ১৭ টাকা ৭০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।





কোন মন্তব্য নেই