আজ লেনদেনে ফিরছে ইউনিলিভার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আজ লেনদেনে ফিরছে ইউনিলিভার


একদিন বন্ধ থাকার পর আজ লেনদেনে ফিরছে ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড। বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে গতকাল কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ ছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৪৪০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে ইউনিলিভার কনজিউমার কেয়ারের পরিচালনা পর্ষদ। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৩ টাকা ৯৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮১ টাকা ৮৩ পয়সা। এ হিসাবে কোম্পানিটির বার্ষিক ইপিএস কমেছে ৩৭ টাকা ৮৯ পয়সা বা ৪৬ দশমিক ৩ শতাংশ। ৩১ ডিসেম্বর প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২৩ টাকা ৮ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ১৩২ টাকা ১৪ পয়সা।


সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, লভ্যাংশসহ অন্যান্য এজেন্ডা পর্যালোচনা ও অনুমোদনের জন্য আগামী ২৯ এপ্রিল বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে।


১৯৭৬ সালে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্ল্যাক্সোস্মিথক্লাইন (জিএসকে) বাংলাদেশ লিমিটেডের নাম ও ট্রেডিং কোড সম্প্রতি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটির নতুন নাম ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড। আর ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড ‘UNILEVERCL’। নাম ও ট্রেডিং কোডের সঙ্গে সঙ্গে কোম্পানিটির খাতেও পরিবর্তন এসেছে। ডিএসইতে ওষুধ ও রসায়ন খাতের পরিবর্তে এখন খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি হিসেবে এর শেয়ার লেনদেন হচ্ছে।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৯ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে জিএসকে বাংলাদেশ (বর্তমানে ইউনিলিভার কনজিউমার)।


উল্লেখ্য, ২০১৮ সালের ২৬ জুলাই জিএসকের পরিচালনা পর্ষদ বাংলাদেশে ওষুধ উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নেয়। ওই বছরের ১৪ অক্টোবর অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডাররা এ সিদ্ধান্ত অনুমোদন করে। তবে ওষুধ উৎপাদন বন্ধ করলেও কোম্পানিটি কনজিউমার পণ্যের ব্যবসা অব্যাহত রাখে। ডিএসইতে গতকাল শেয়ারটি সর্বশেষ ২ হাজার ৮৫০ টাকা ২০ পয়সায় হাতবদল হয়েছে। গত এক বছরে এ শেয়ারের দর ২ হাজার ৪৬ টাকা ৩০ পয়সা থেকে ৪ হাজার ৫১ টাকা ৬০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।


২০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে বর্তমানে কোম্পানির পরিশোধিত মূলধন ১২ কোটি ৪ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১৪৭ কোটি ১৪ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ারের ৯০ দশমিক ৫১ শতাংশই রয়েছে উদ্যোক্তা-পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৪ দশমিক ৯৮, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক ৪৩ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৪ দশমিক শূন্য ৮ শতাংশ শেয়ার রয়েছে।






কোন মন্তব্য নেই