ডিএসইতে সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন কমেছে ৬২ কোটি টাকা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ডিএসইতে সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন কমেছে ৬২ কোটি টাকা


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মঙ্গলবার চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সিংহভাগ শেয়ারের দর কমার পাশাপাশি সূচকের মিশ্র প্রবণতা দেখা গেছে। আর লেনদেন আগের কার্যদিবসের তুলনায় ৬২ কোটি টাকা কমেছে। এদিন মোট ৩৪৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। দর বেড়েছে ৯৩টির এবং কমেছে ১৩৮টির। বাকি ১১৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারদর অপরিবর্তিত ছিল। গতকাল ডিএসইতে লেনদেন হয় ৬৩১ কোটি ছয় লাখ ৭৪ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৯৩ কোটি ১৭ লাখ পাঁচ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ লেনদেন কমেছে ৬২ কোটি ১০ লাখ ৩১ হাজার টাকা। এদিন ১৬ কোটি ১৪ লাখ ১৪ হাজার ৭৩৬টি শেয়ার এক লাখ ৩৯ হাজার ৯৮৫ বার হাতবদল হয়। গতকাল লেনদেনের শুরুতে পতন দেখা গেলেও বেলা সাড়ে ১১টা থেকে কিছুটা উত্থান হলেও শেষ সময়ে আবার সূচক পতনের চিত্র দেখা গেছে। অন্যদিকে চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে।


বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স এক দশমিক ৫৩ পয়েন্ট বা শূন্য দশমিক শূন্য দুই শতাংশ বেড়ে পাঁচ হাজার ৪১৩ দশমিক ৭৩ পয়েন্টে পৌঁছায়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক এক দশমিক ৬৪ পয়েন্ট বা শূন্য দশমিক ১৩ শতাংশ বেড়ে এক হাজার ২৩৭ দশমিক ৫৯ পয়েন্টে অবস্থান করে। অন্যদিকে ডিএস৩০ সূচক তিন দশমিক ২৯ পয়েন্ট বা শূন্য দশমিক ১৫ শতাংশ কমে দুই হাজার ৬৩ দশমিক ৫৬ পয়েন্টে স্থির হয়। গতকাল ডিএসইর বাজার মূলধন দুই হাজার ২২৩ কোটি ৬০ লাখ ৯২ হাজার টাকা কমে দাঁড়িয়েছে চার লাখ ৭০ হাজার ৭৮ কোটি ৯ লাখ ৮৬ হাজার টাকায়।


গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো) লিমিটেড। কোম্পানিটির ৬১ কোটি ১১ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। শেয়ারটির দর এক টাকা বেড়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৫৪ কোটি ৫৫ লাখ ২১ হাজার টাকার লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ারদর আট টাকা ৪০ পয়সা বেড়েছে। রবি আজিয়াটা লিমিটেডের ৩০ কোটি ৫৫ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। শেয়ারদর ৩০ পয়সা কমেছে। এর পরের অবস্থানগুলোয় থাকা লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ২৮ কোটি ৭০ লাখ ৭৯ হাজার টাকার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ১৫ কোটি ৭৭ লাখ ৩২ হাজার টাকার, প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ১৫ কোটি ৫৩ লাখ ৬৬ হাজার টাকার, সিটি ব্যাংক লিমিটেডের ১৪ কোটি ৪৬ লাখ ১০ হাজার টাকার, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের ১৪ কোটি ১৬ লাখ ৬০ হাজার টাকার, সামিট পাওয়ার লিমিটেডের ১২ কোটি ৯৩ লাখ ৫১ হাজার এবং জিবিবি পাওয়ার লিমিটেডের ১১ কোটি ৪৫ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।


৯ দশমিক ৯৬ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে ছিল কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৯ দশমিক ৮৩ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৯ দশমিক ৮৩ শতাংশ, সোনার বাংলা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৯ দশমিক ৫৭ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৯ দশমিক ৪৮ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৯ দশমিক ৪৬ শতাংশ, পাইওনিয়র ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৯ দশমিক ৪২ শতাংশ, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্বিসেস লিমিটেডের ৯ দশমিক ২৫ শতাংশ, ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের আট দশমিক ৭১ শতাংশ এবং রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের আট দশমিক ৬৮ শতাংশ শেয়ারদর বেড়েছে।


অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স চার দশমিক ৯২ পয়েন্ট বা শূন্য দশমিক শূন্য পাঁচ শতাংশ কমে ৯ হাজার ৪৫৩ দশমিক ১২ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ছয় দশমিক ২৭ পয়েন্ট বা শূন্য দশমিক শূন্য চার শতাংশ কমে ১৫ হাজার ৬৭১ দশমিক ৬০ পয়েন্টে অবস্থান করে। সিএসইতে ২৩৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দর বেড়েছে ৭৭টির, কমেছে ৯৭টির এবং ৫৯টির দর অপরিবর্তিত ছিল। সিএসইতে লেনদেন হয়েছে ২৩ কোটি ৪৫ লাখ ৮২ হাজার ৭৪০ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩২ কোটি ৫৮ লাখ ৬৩ হাজার ৪০৩ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে লেনদেন কমেছে ৯ কোটি ১২ লাখ ৮০ হাজার টাকা।


সিএসইতে লেনদেনের শীর্ষে উঠে আসে এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। কোম্পানিটির চার কোটি সাত লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। দ্বিতীয় অবস্থানে থাকা রবি আজিয়াটার দুই কোটি ৯১ লাখ ৩০ হাজার টাকার, বেক্সিমকোর এক কোটি ৫৮ লাখ ১০ হাজার টাকার লুব রেফ বাংলাদেশ লিমিটেডের এক কোটি ছয় লাখ ১০ হাজার, লংকা বাংলা ফাইন্যান্স লিমিটেডের ৯৫ লাখ ৭০ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন কেব্ল কোম্পানি লিমিটেডের ৯০ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।






কোন মন্তব্য নেই