অধিকাংশ ব্যাংকের শেয়ারদর বেড়েছে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

অধিকাংশ ব্যাংকের শেয়ারদর বেড়েছে




বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত এক সভায় সম্প্রতি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের লভ্যাংশ প্রদানের সর্বোচ্চ সীমা বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাশাপাশি বিশেষ তহবিল গঠনের মাধ্যমে পুঁজিবাজারে প্রত্যেক ব্যাংকের ২০০ কোটি টাকা বিনিয়োগসহ আরো বেশকিছু বিষয়ে দুই নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তারা একমত হয়েছেন। এসব সিদ্ধান্তের কারণে গতকাল দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বেশির ভাগ ব্যাংকের শেয়ারদর বেড়েছে।


ব্যাংলাদেশ ব্যাংকের সঙ্গে এ আলোচনার বিষয়ে বিএসইসি বলছে, সম্প্রতি বাংলাদেশ ব্যাংক কর্তৃক জারি করা ব্যাংকের লভ্যাংশ প্রদানের সর্বোচ্চ সীমা ৫ শতাংশীয় পয়েন্ট বাড়িয়ে ৩০ থেকে ৩৫ শতাংশে উন্নীত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে। এছাড়া ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো সর্বোচ্চ ১৫ শতাংশ নগদ লভ্যাংশের পাশাপাশি সামর্থ্য অনুসারে স্টক লভ্যাংশ ঘোষণা করতে পারবে। বিষয়টি বাংলাদেশ ব্যাংক স্পষ্ট করবে মর্মে বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়েছে।


গতকাল পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের মধ্যে দিনশেষে দর বেড়েছে ১৫টির, কমেছে পাঁচটির, অপরিবর্তিত ছিল ১০টির শেয়ারদর।


এদিকে টানা দ্বিতীয় দিনের মতো ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে। এক্সচেঞ্জটির প্রধান সূচক ডিএসইএক্স কমেছে দশমিক ৩০ শতাংশ। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স গতকাল কমেছে দশমিক ৫৫ শতাংশ।

চলতি সপ্তাহের শুরুতে ডিএসইতে লেনদেনে বড় ধাক্কা লাগে। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে মোট ৮০৯ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। কিন্তু চলতি সপ্তাহের শুরুর দিনই লেনদেন কমে ৬২২ কোটি ৪৪ লাখ টাকায় নেমে আসে। এরপরের দিন লেনদেন কিছুটা বেড়ে দাঁড়ায় ৬২৩ কোটি টাকায়। আর গতকাল লেনদেন আরো বেড়ে ৬৯৮ কোটি টাকায় দাঁড়িয়েছে।


অন্যদিকে ৫ হাজার ৫৩২ পয়েন্ট নিয়ে গতকালের লেনদেন শুরু করেছিল ডিএসইএক্স। লেনদেন শেষে তা কমে ৫ হাজার ৫১৬ পয়েন্টে নেমেছে। দেশের আরেক পুঁজিবাজার সিএসইতে গতকাল প্রধান সূচক সিএসসিএক্স দিনের ব্যবধানে প্রায় ৫৩ পয়েন্ট বা দশমিক ৫৫ শতাংশ কমে ৯ হাজার ৬৩২ পয়েন্টে অবস্থান করছে।





কোন মন্তব্য নেই