ডিএসইতে সূচক কমলেও লেনদেন বেড়েছে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ডিএসইতে সূচক কমলেও লেনদেন বেড়েছে




ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মঙ্গলবার চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের পতন দেখা গেছে। তবে লেনদেন আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে। এদিন মোট ৩৬৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। দর বেড়েছে ১০৬টির এবং কমেছে ১৪৩টির। বাকি ১১৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারদর অপরিবর্তিত ছিল। গতকাল ডিএসইতে লেনদেন হয় ৬৯৮ কোটি ৮৬ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬২৩ কোটি চার লাখ ৩৩ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ লেনদেন বেড়েছে প্রায় ৭৪ কোটি ৯৬ লাখ ৫৩ হাজার টাকা। এদিন ১৮ কোটি ৮৭ লাখ ৯৫ হাজার ২২৫টি শেয়ার এক লাখ ৬১ হাজার ২৬১ বার হাতবদল হয়। গতকাল লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত পতনের চিত্র দেখা গেছে। অন্যদিকে চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে।


বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৬ দশমিক ৫৬ পয়েন্ট বা শূন্য দশমিক ২৯ শতাংশ কমে পাঁচ হাজার ৫১৬ দশমিক ৪০ পয়েন্টে পৌঁছায়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক এক দশমিক ৪৪ পয়েন্ট বা শূন্য দশমিক ১১ শতাংশ কমে এক হাজার ২৬১ দশমিক ৬৫ পয়েন্টে অবস্থান করে। অন্যদিকে ডিএস৩০ সূচক ১৭ দশমিক ৩১ পয়েন্ট বা শূন্য দশমিক ৮১ শতাংশ কমে দুই হাজার ১১১ দশমিক ৮৬ পয়েন্টে স্থির হয়। গতকাল ডিএসইর বাজার মূলধন এক হাজার ৭৬৪ কোটি ৩১ লাখ ৪২ হাজার টাকা কমে দাঁড়িয়েছে চার লাখ ৭৮ হাজার ৫১৪ কোটি ১৫ লাখ ৮৮ হাজার টাকায়।


গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো) লিমিটেড। কোম্পানিটির ৭৩ কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। শেয়ারটির দর এক টাকা কমেছে। দ্বিতীয় অবস্থানে থাকা রবি আজিয়াটা লিমিটেডের ৩৭ কোটি ৮৪ লাখ ৬৭ হাজার টাকার লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ারদর ৮০ পয়সা কমেছে। লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ২৬ কোটি ৯১ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। শেয়ারদর ৭০ পয়সা কমেছে। এর পরের অবস্থানগুলোয় থাকা জিবিবি পাওয়ার লিমিটেডের ২৪ কোটি ৯৭ লাখ ৭২ হাজার টাকার, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের ২৪ কোটি ৪৭ লাখ ৪০ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন কেব্ল কোম্পানি লিমিটেডের ২২ কোটি ৪১ লাখ ৫৫ হাজার টাকার, সামিট পাওয়ার লিমিটেডের ১৯ কোটি ৩৮ লাখ ৬৫ হাজার টাকার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ১৮ কোটি ৯৮ লাখ ১৬ হাজার টাকার, লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডের ১৮ কোটি এক লাখ ২৯ হাজার এবং বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১৬ কোটি ১৯ লাখ ২৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।


৯ দশমিক ৯৪ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে ছিল আজিজ পাইপস লিমিটেড। হা-ওয়েল টেক্সটাইল লিমিটেডের আট দশমিক ৮৪ শতাংশ, সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সাত দশমিক ১৪ শতাংশ, এসিআই ফরমুলেশনস লিমিটেডের পাঁচ দশমিক ৩৫ শতাংশ, রহিমা ফুড করপোরেশন লিমিটেডের পাঁচ দশমিক ১২ শতাংশ, মতিন স্পিনিং মিলস লিমিটেডের চার দশমিক ৯৮ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের চার দশমিক ৯৬ শতাংশ, হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেডের চার দশমিক ৭৮ শতাংশ, ফাইন ফুডস লিমিটেডের চার দশমিক ৬৯ শতাংশ এবং ইনফরমেশন সার্ভিসেস লিমিটেডের চার দশমিক ১৩ শতাংশ শেয়ারদর বেড়েছে।


অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ৫২ দশমিক ৯৫ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৪ শতাংশ কমে ৯ হাজার ৬৩১ দশমিক ৯৯ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৮৬ দশমিক ৭৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৪ শতাংশ কমে ১৫ হাজার ৯৬৭ দশমিক ৭৯ পয়েন্টে অবস্থান করে। সিএসইতে ২৫৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দর বেড়েছে ৭৫টির, কমেছে ১০৩টির এবং ৭৫টির দর অপরিবর্তিত ছিল। সিএসইতে লেনদেন হয়েছে ৩৪ কোটি ৮৬ লাখ ৯৩ হাজার ৭৫০ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৭ কোটি ৮৭ লাখ ৮৬ হাজার ৭৩৪ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে লেনদেন বেড়েছে ছয় কোটি ৯৯ লাখ সাত হাজার টাকা।


সিএসইতে লেনদেনের শীর্ষে উঠে আসে রবি আজিয়াটা লিমিটেড। কোম্পানিটির চার কোটি ৭৮ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। দ্বিতীয় অবস্থানে থাকা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দুই কোটি ৩২ লাখ টাকার, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের দুই কোটি ১৫ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।






কোন মন্তব্য নেই