আইফোন ১৩-তে ১২০ হার্টজের ডিসপ্লে ব্যবহার করবে অ্যাপল - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আইফোন ১৩-তে ১২০ হার্টজের ডিসপ্লে ব্যবহার করবে অ্যাপল


প্রথমবারের মতো আইফোনে ১২০ হার্টজের ডিসপ্লে ব্যবহার করতে যাচ্ছে অ্যাপল। খবর আইএএনএস।


অ্যাপল ইনসাইডারের তথ্যানুযায়ী, গত দুই বছর ধরে আইফোনে কম তাপমাত্রার পলিক্রিস্টালিন অক্সাইড ডিসপ্লে ব্যবহারের গুঞ্জন চলে আসছিল। তবে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে প্রথমবারের মতো আইফোনে ১২০ হার্টজের ডিসপ্লে ব্যবহার করা হবে বলে প্রতিবেদন সূত্রে জানা গেছে।


শিল্প সূত্রের বরাত দিয়ে সাপ্লাই চেইন মনিটরিং প্রতিষ্ঠান ডিজিটাইমস বলছে, আইফোনের জন্য স্যামসাং ও এলজি তাদের ব্যবসা এলটিপিওতে রূপান্তর করছে। শিগগিরই এ কাজ শেষ হবে এবং ২০২১ সালেই অ্যাপল এ ডিসপ্লে ব্যবহার করতে পারবে। তবে আইফোন ১৩ প্রো এবং আইফোন ১৩ প্রো ম্যাক্সে এ ডিসপ্লে ব্যবহার করা হবে বলে অ্যাপল সূত্রে জানানো হয়েছে। আইফোন ১৩-এর প্রাথমিক হ্যান্ডসেটগুলোতে এলজি এবং বিওইর ওলেড ডিসপ্লে ব্যবহার করা হবে।


আইফোন ১২ বাজারে ছাড়ার আগে অ্যাপল এলটিপিওয়ের চিকন ফিল্ম ট্রানজিস্টরের জন্য ব্যাটারি সেভিং প্রযুক্তি নিয়ে কাজ করছিল। এ প্রযুক্তির ফলে যেসব ফোনের ব্যাটারি কম কিন্তু হাই রিফ্রেশ রেট রয়েছে, সেগুলোর ব্যাটারি ব্যবহার নিয়ন্ত্রণ করবে বলে গুজব ছড়িয়েছিল। তবে এ প্রযুক্তির ব্যবহার অনেকটাই সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে ডিজিটাইমস। তাদের প্রতিবেদন অনুযায়ী এ ডিসপ্লের সেটগুলো ২০ শতাংশ কম শক্তি ব্যবহার করেই চলতে পারছে। অ্যাপলের আইপ্যাড প্রোতে প্রথম এ ডিসপ্লে ব্যবহার করা হয়। ডিজিটাইমসের প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালেই আইফোনের দুটি মডেলে এ ডিসপ্লে ব্যবহার করা হতে পারে বলে গুজব রয়েছে।


কোন মন্তব্য নেই