চলতি বছরেই বাজারে আসবে পিক্সেল ফাইভএ ফাইভজি
পিক্সেল ফাইভএ ফাইভজি ফোনটি আকৃতির দিক থেকে পিক্সেল ফোরএ ফাইভজির মতো হতে পারে। এতে ৬ দশমিক ২ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হতে পারে, সেই সঙ্গে এতে ডুয়াল ক্যামেরা ও ৩ দশমিক ৫ মিলিমিটারের ইয়ারফোন জ্যাক থাকতে পারে। এর আগে পিক্সেল ফাইভের বাজারজাতের ব্যাপারে কিছু তথ্য জানা যায়। তবে গুগলের পক্ষ থেকে এ ব্যাপারে কিছু জানানো হয়নি। এ ফোনে ১০৮০ী২৩৪০ পিক্সেলের ৬ দশমিক ২ ইঞ্চির ওলেড ফুল এইচডি প্লাস ডিসপ্লে ও স্ন্যাপড্রাগনের ৭৬৫ জি অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হবে বলে ধারণা করা হচ্ছে। প্রযুক্তিবিদরা বলছেন ফাইভজি প্লাসেও একই কিংবা কাছাকাছি মানের প্রসেসর ব্যবহার করা হতে পারে।
এর আগে ২০২০ সালের আগস্টে গুগলের পিক্সেল ফোরএ বাজারজাত করা হয়। ধারণা করা হচ্ছে চলতি বছর গুগলের আইও ডেভেলপারদের অনলাইন কনফারেন্সে কমদামি পিক্সেল বাড উন্মুক্ত করার পাশাপাশি এ ফোন বাজারজাতের ঘোষণাও দেয়া হবে। তবে এ ফোনের দামের ব্যাপারে কিছু জানা যায়নি। এএনআই

কোন মন্তব্য নেই