বীমার দাপটে পুঁজিবাজার চাঙ্গা
সপ্তাহের প্রথমদিন আর্থিক ও মিউচ্যুয়াল ফান্ডের দাপটে পুঁজিবাজার ঊর্ধ্বমুখী ছিল। দ্বিতীয় দিন আর্থিক ও মিউচ্যুয়াল ফান্ডের পতন হলেও বীমা খাত দাপট দেখিয়ে বাজারকে ঊর্ধ্বমুখী রেখেছে।
প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক আজ বেড়েছে ১৮ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক বেড়েছে ৬১ পয়েন্ট। সূচকের পাশাপাশি ডিএসইতে লেনদেন আগের দিনের চেয়ে ৯৫ কোটি টাকা বেড়ে ৬৯৭ কোটি টাকায় দাঁড়িয়েছে। যদিও আজ উভয় বাজারে বেশিরভাগ কোম্পানির দর কমেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, আগেরদিন রোববার আর্থিক ও মিউচ্যুয়াল ফান্ড খাতের শেয়ারের দর বাড়াকে কেন্দ্র করে পুঁজিবাজারে উত্থান হয়। আর আজ সোমবার এই দুই খাতে মূল্য সংশোধন হয়েছে। তবে এদিন বীমা খাতের শেয়ার দর বাড়াকে কেন্দ্র করে ইতিবাচক ধারায় পুঁজিবাজারের লেনদেন শেষ হয়েছে।
আজ বীমা খাতে তালিকাভুক্ত ৫০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪৪টির, কমেছে ২টির, আর অপরিবর্তিত রয়েছে ২টির। এছাড়া লেনদেন হয়নি দুটি প্রতিষ্ঠানের। বিদ্যুৎ ও জ্বালানি খাতে তালিকাভুক্ত ২২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১২টির, কমেছে ৫টির, আর অপরিবর্তিত রয়েছে ৫টি শেয়ারের।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহের শুরু থেকে বীমা খাতের শেয়ার ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে। আজ খাতটিতে বড় চমক দেখা যায়। ডিএসইতে আজ ২২টি দর বৃদ্ধির শীর্ষ কোম্পানির মধ্যে ১৯টিই ছিল বীমা খাতের। কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগই লেনদেন হয়েছে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ ধাপে। গত কয়েকদিনে বীমা কোম্পানিগুলোর দর বেড়েছে কম-বেশি ২৫ শতাংশ থেকে ৪৫শতাংশ।
কোন মন্তব্য নেই