চাঙ্গা বাজারেও ৪ খাতের শেয়ারে ভরাডুবি
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার উত্থান প্রবণতায় পুঁজিবাজারের লেনদেন শেষ হয়েছে। এদিন পুঁজিবাজারে সব মূল্য সূচক ইতিবাচক প্রবণতায় রয়েছে। তবে উত্থানের বাজারেও চার খাতের শেয়ার ছিল পতন প্রবণতায়। বাজার সংশ্লিষ্টরা বলছেন, বিনিয়োগকারীরা এ চার খাতের শেয়ারে সেল মুডে ছিল বিধায় ঊর্ধ্বমুখী বাজারেও খাত তিনটির শেয়ার দরে পতন প্রবণতা নেমে এসেছে।
আজ সবচেয়ে বেশি দর কমেছে আর্থিক খাতের শেয়ারে। এ খাতের ২৩ কোম্পানির মধ্যে দর কমেছে ১৫টির এবং বেড়েছে ৫টির এবং ৩টির দর অপরিবর্তিত ছিল। এ খাতের আজ দর কমেছে ৬৫.২১ শতাংশ শেয়ারের, বেড়েছে ২১.৭৪ শতাংশ শেয়ারের। দর পতনের মধ্যে অন্যতম ছিল বিডি ফাইন্যান্স, আইডিএলসি, জিএসপি ফাইন্যান্স, আইসিবি, ইসলামিক ফাইন্যান্স, ফনিক্স ফাইন্যান্স, ইউনাইটেড ফাইন্যান্স, আইপিডিসি, ইউনিয়ন ক্যাপিটাল, উত্তরা ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স, ফাস ফাইন্যান্স, ফার্স্ট ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং, প্রিমিয়ার লিজিং। আর দর বেড়েছে ফারইস্ট ফাইন্যান্স, মাইডাস ফাইন্যান্স, বে-লিজিং, লংকাবাংলা ফাইন্যান্স, এবং ন্যাশনাল হাউসিং ফাইন্যান্সের।
এদিকে, ব্যাংক খাতের ৩১টি কোম্পানির মধ্যে দর কমেছে ২০টির, বেড়েছে ৩টির এবং অপরিবর্তিত ছিল ৮টির। এ খাতে দর কমেছে ৬৪.৫২ শতাংশ শেয়ারের, বেড়েছে ৯.৬৮ শতাংশ। আর দর কমেছে সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, উত্তরা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, রূপালী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, আল-আরাফা ইসলামী ব্যাংক, ঢাকা ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ইসলামী ব্যাংক, যমুনা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনআরবিসি ব্যাংক, প্রাইম ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংকের। আর দর বেড়েছে এনসিসি ব্যাংক, পূবালী ব্যাংক এবং শাহ্জালাল ইসলামী ব্যাংকের।
অপরদিকে, ওষুধ ও রসায়ন খাতের ৩১টি কোম্পানির মধ্যে আজ দর কমেছে ১৮টির, বেড়েছে ৭টির এবং অপরিবর্তিত ছিল ৬টির। এ খাতে দর কমেছে ৫৮.০৬ শতাংশ শেয়ারের, বেড়েছে ২২.৫৮ শতাংশ। আর দর কমেছে লিবরা ইনফিউশন, ম্যারিকো, জেএমআই সিরিঞ্জ, বিকন ফার্মা, এসিআই ফর্মুলা, রেনাটা লিমিটেড, বেক্সিমকো ফার্মা, গ্লোবাল হেভি কেমিক্যাল, ইবনেসিনা, এডভেন্ট ফার্মা, ইন্দো-বাংলা ফার্মা, ওরিয়ন ফার্মা, সেন্ট্রাল ফার্মা, সালভো কেমিক্যাল, ফার কেমিক্যাল, ইমাম বাটন, কেয়া কসমেটিকস, সিলকো ফার্মার। আর দর বেড়েছে অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস, রেকিট বেনকিজার, স্কয়ার ফার্মা এবং এসিআইর।
টেক্সটাইল খাতের অবস্থাও ছিল নাজুক। এ খাতের ৫৬টি কোম্পানির মধ্যে ২৮টির দর কমেছে, বেড়েছে ১৬টির এবং অপরিবর্তিত ছিল ১১টি কোম্পানির শেয়ার দর। এ খাতে দর কমেছে ৫০ শতাংশ শেয়ারের, বেড়েছে ২৮.৫৭ শতাংশ শেয়ারের। এ খাতে দর কমেছে দুলামিয়া কটন, এমএল ডাইং, প্যারামাউন্ট টেক্সটাইল, দেশ গার্মেন্টস, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আনলিমা ইয়ার্ন, এইচআর টেক্সটাইল, কুইন সাউথ, সাইহাম টেক্স, সোনারগাঁও টেক্সটাইল, আলহাজ্ব টেক্সটাইল, আর্গন ডেনিম, নিউ লাইন, শাশা ডেনিমস, ভিএফএস থ্রেড, হামিদ ফেব্রিক্স লিমিটেড, সায়হাম কটন, এনভয় টেক্সটাইল, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, সিমটেক্স, এনভয় টেক্সটাইল, এভিন্স টেক্সটাইলস, কাট্টালি টেক্সটাইল, মেট্রো স্পিনিং, প্রাইমটেক্স, রিং শাইন, জাহিন স্পিনিংয়ের দর। আর দর বেড়েছে অলটেক্স, সিএনএ টেক্সটাইল, ফ্যামিলি টেক্সটাইল, জেনারেশন নেক্সট, মোজাফফর হোসেন স্পিনিং, মিথুন নিটিং, আরএন স্পিনিং, তস্রিফা ইন্ডাষ্ট্রিজ, হোয়ায়েল টেক্সটাইল, মালেক স্পিনিং, মতিন স্পিনিং, এস্কোয়ার নীট, স্কয়ার টেক্সটাইল, ঢাকা ডাইংয়ের।
কোন মন্তব্য নেই