মঙ্গলে প্রথমবার হেলিকপ্টার ওড়ালো নাসা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মঙ্গলে প্রথমবার হেলিকপ্টার ওড়ালো নাসা

পৃথিবীর বাইরে অন্য কোনো গ্রহ হিসেবে মঙ্গলগ্রহে এই প্রথমবার হেলিকপ্টার ওড়ালো মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। হেলিকপ্টারটি নাসার প্রিজারভেন্সে করে ২০২১ সালের ফেব্রুয়ারিতে মঙ্গলগ্রহে যায়।

বিজ্ঞানীরা জানিয়েছেন, আজ সোমবার (১৯ এপ্রিল) তারা মঙ্গলগ্রহে ইনজিনিউটি নামের একটি হেলিকপ্টার ওড়াতে সক্ষম হয়েছেন।

এরআগে গতকাল বিজ্ঞানীরা বলেছিলেন, এই চেষ্টা সফল নাও হতে পারে। ব্যর্থ হলে পরের সপ্তাহে আবার চেষ্টা করা হবে।

এদিকে আজ বিবৃতিতে নাসা জানিয়েছে, আকাশে ওড়ার পর পৃথিবীতে তথ্য আসতে কয়েক ঘণ্টা সময় লেগেছে। পুরো ঘটনাটি স্পেস ডট কম ও নাসা টিভিতে সরাসরি দেখানো হয়েছে।

ঐতিহাসিক ফ্লাইটটির গত ১১ এপ্রিল যাত্রা শুরু করার কথা থাকলেও ৯ এপ্রিল প্রস্তুতিমূলক পরীক্ষা শুরুর পর কিছুটা দেরি হয়ে যায়। ক্যালিফোর্নিয়া থেকে ফ্লাইটটি নিয়ন্ত্রণ করা কর্মকর্তারা জানিয়েছেন, এটা তাদের স্বপ্ন ছিল।

হেলিকপ্টারটির গায়ে এরিয়াল ছবি নেওয়ার জন্য একটি ক্যামেরা ছিল। সোলারের মাধ্যমে এতে শক্তি সঞ্চয় করা হয়।

এটি মারশিয়ান বিমানঘাঁটি থেকে যাত্রা শুরু করে। ৪০ সেকেন্ড ধরে আকাশে ছিল। অবতরণের আগে এটি প্রায় ১০ ফুট পর্যন্ত উচ্চতায় উড়বে বলে আগে জানানো হয়।

একইসময়ে রোভার ১৬ ফুট দূরত্ব থেকে ফ্লাইটটিকে দেখাশোনা করেছে এবং ক্যামেরায় এর কার্যক্রম ধারণ করেছে।


 

কোন মন্তব্য নেই