ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজের লেনদেন আজ শুরু - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজের লেনদেন আজ শুরু


দেশের পুঁজিবাজারে আজ শেয়ার লেনদেন শুরু হচ্ছে ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২০ হিসাব বছরের প্রথমার্ধে জুলাই-ডিসেম্বর প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী মুনাফা হয়েছে ১৩ কোটি ১০ লাখ ৬০ হাজার টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে মুনাফা ছিল ১৪ কোটি ১১ লাখ ২০ হাজার টাকা।


আলোচ্য সময়ে ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩৬ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ৩ টাকা ৬২ পয়সা। আইপিও-পরবর্তী ইপিএস হবে ২ টাকা ৭৭ পয়সা। ৩১ ডিসেম্বর আইপিও-পূর্ববর্তী শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৫ টাকা ১৭ পয়সা, আইপিও-পরবর্তী হিসাবে যা হবে ৫৬ টাকা ১২ পয়সা।


২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী মুনাফা হয়েছে ৫ কোটি ৯৮ লাখ ৭০ হাজার টাকা। আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৭ কোটি ৮৫ লাখ ৮০ হাজার টাকা। আলোচ্য সময়ে ইপিএস হয়েছে ১ টাকা ৫৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ১ পয়সা। আর আইপিও-পরবর্তী হিসাবে ইপিএস হবে ১ টাকা ২৭ পয়সা।

বুক বিল্ডিং পদ্ধতির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে এসেছে ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ইলেকট্রনিক বিডিংয়ে কোম্পানিটির আইপিও শেয়ারের প্রান্তসীমা মূল্য (কাটঅফ প্রাইস) ৬২ টাকা নির্ধারণ করেন যোগ্য বিনিয়োগকারীরা। মোট ৮২ লাখ ৫৩ হাজার ৬৪৯টি সাধারণ শেয়ারের মধ্যে ৩৮ লাখ ৯৩ হাজার ২৬৫টি শেয়ার যোগ্য বিনিয়োগকারীদের কাছে নিজ নিজ বিডিং মূল্যে ইস্যু করা হয়। বাকি ৪৩ লাখ ৬০ হাজার ৩৮৪টি শেয়ার প্রান্তসীমা মূল্য থেকে ২০ শতাংশ বাট্টায় অর্থাৎ ৫০ টাকা দরে সাধারণ বিনিয়োগকারীদের (অনিবাসী বিনিয়োগকারীসহ) কাছে ইস্যু করা হয়। এ আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৫০ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে ইনডেক্স এগ্রো। সংগৃহীত টাকায় ভবন নির্মাণ, নতুন যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয় এবং আইপিও প্রক্রিয়ার ব্যয় নির্বাহ করবে তারা।


কোন মন্তব্য নেই