ডিএসইতে সূচকের উত্থান, লেনদেন বেড়েছে ২৭২ কোটি টাকা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ডিএসইতে সূচকের উত্থান, লেনদেন বেড়েছে ২৭২ কোটি টাকা


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মঙ্গলবার চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সিংহভাগ শেয়ারের দর বাড়ার পাশাপাশি সূচকের বড় উত্থান দেখা গেছে। একইসঙ্গে লেনদেন আগের কার্যদিবসের তুলনায় প্রায় ২৭২ কোটি টাকা বেড়েছে। এদিন মোট ৩৪৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। দর বেড়েছে ২৪০টির এবং কমেছে ১৫টির। বাকি ৯১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারদর অপরিবর্তিত ছিল। গতকাল ডিএসইতে লেনদেন হয় ৫০৮ কোটি ৪৫ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৩৬ কোটি ৬০ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ লেনদেন বেড়েছে ২৭১ কোটি ৮৪ লাখ ৭২ হাজার টাকা। এদিন ১৪ কোটি ৪৬ লাখ ১৭ হাজার ৪৬১টি শেয়ার ৯৫ হাজার ১৮৩ বার হাতবদল হয়। গতকাল লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত সূচকের উত্থানের চিত্র দেখা গেছে। অন্যদিকে চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে।


বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০৩ দশমিক ৮৯ পয়েন্ট বা দুই শতাংশ বেড়ে পাঁচ হাজার ২৮১ দশমিক ৩৭ পয়েন্টে পৌঁছায়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ২১ দশমিক ৮৮ পয়েন্ট বা এক দশমিক ৮৫ শতাংশ বেড়ে এক হাজার ২০৪ দশমিক ৬১ পয়েন্টে অবস্থান করে। অন্যদিকে ডিএস৩০ সূচক ৪৩ দশমিক ৬০ পয়েন্ট বা দুই দশমিক ২৪ শতাংশ বেড়ে এক হাজার ৯৮৮ দশমিক ২৬ পয়েন্টে স্থির হয়। গতকাল ডিএসইর বাজার মূলধন ১০ হাজার ১২৬ কোটি ৬৯ লাখ ৮৪ হাজার টাকা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৬১ হাজার ৫৭ কোটি ৫০ লাখ ১৯ হাজার টাকায়।


গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো)। কোম্পানিটির ৪৪ কোটি ৩৪ লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। শেয়ারটির দর এক টাকা ৯০ পয়সা বেড়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা রবি আজিয়াটা লিমিটেডের ৩৮ কোটি ১০ লাখ ৩১ হাজার টাকার লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ারদর চার টাকা ১০ পয়সা বেড়েছে। এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩২ কোটি ১৯ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। শেয়ারদর পাঁচ টাকা ৩০ পয়সা বেড়েছে। এর পরের অবস্থানগুলোয় থাকা লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ২১ কোটি ৯ লাখ ৮৯ হাজার টাকার, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১৫ কোটি ৯৭ লাখ ২১ হাজার টাকার, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৫ কোটি ৯৩ লাখ ৭৫ হাজার টাকার, প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৫ কোটি ৬৫ লাখ দুই হাজার টাকার, সামিট পাওয়ার লিমিটেডের ১৪ কোটি ৮১ লাখ ২৮ হাজার, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের ১০ কোটি ৯৯ লাখ ৫০ হাজার টাকার এবং দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের আট কোটি ৭৭ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।


১০ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে ছিল ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড। নর্দান ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের ১০ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৯ দশমিক ৯৪ শতাংশ, ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৯ দশমিক ৯৪ শতাংশ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৯ দশমিক ৯৪ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৯ দশমিক ৯৪ শতাংশ, জনতা ইন্স্যুরেন্স লিমিটেডের ৯ দশমিক ৯৩ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৯ দশমিক ৯৩ শতাংশ, রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৯ দশমিক ৮৯ শতাংশ এবং রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৯ দশমিক ৮৮ শতাংশ শেয়ারদর বেড়েছে।


অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ১৭৮ দশমিক ৮৯ পয়েন্ট বা এক দশমিক ৯৮ শতাংশ বেড়ে ৯ হাজার ২০৭ দশমিক ৭৪ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ২৯৭ দশমিক ১১ পয়েন্ট বা এক দশমিক ৯৮ শতাংশ বেড়ে ১৫ হাজার ২৬১ দশমিক ৭১ পয়েন্টে অবস্থান করে। সিএসইতে ১৮৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দর বেড়েছে ১৪৬টির, কমেছে ১২টির এবং ৩০টির দর অপরিবর্তিত ছিল। সিএসইতে লেনদেন হয়েছে ১৫০ কোটি ৮৯ লাখ ৯৩ হাজার ২৭৮ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৬ কোটি দুই লাখ ৩২ হাজার ৭৮০ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে লেনদেন বেড়েছে ১৩৪ কোটি ৮৭ লাখ ৬০ হাজার টাকা।

কোন মন্তব্য নেই