শেয়ার কিনেছেন ইবনে সিনার করপোরেট উদ্যোক্তা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

শেয়ার কিনেছেন ইবনে সিনার করপোরেট উদ্যোক্তা

পূর্ব ঘোষণা অনুযায়ী শেয়ার কেনা সম্পন্ন করেছে দ্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি লিমিটেডের অন্যতম করপোরেট উদ্যোক্তা পরিচালক ইবনে সিনা ট্রাস্ট। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বিদ্যমান বাজারদরে ১ লাখ শেয়ার কিনেছে ট্রাস্টটি।


১৯৮৯ সালে তালিকাভুক্ত ইবনে সিনার অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৩১ কোটি ২৪ লাখ ৪০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১৪৬ কোটি ৪৫ লাখ টাকা। মোট শেয়ারসংখ্যা ৩ কোটি ১২ লাখ ৪৩ হাজার ৬২৭। এর মধ্যে ৪৪ দশমিক ৪৪ শতাংশ কোম্পানির উদ্যোক্তা-পরিচালক, ২৩ দশমিক ৭১ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৩১ দশমিক ৮৫ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) দ্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি লিমিটেডের সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ১৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭ টাকা ৩০ পয়সা (একক)।

কোন মন্তব্য নেই