লেনদেনে ফিরছে লংকাবাংলা ফাইন্যান্স ও মার্কেন্টাইল ব্যাংক
লংকাবাংলা ফাইন্যান্স: ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। আগামী ২৯ এপ্রিল বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে প্রতিষ্ঠানটির এজিএম আহ্বান করা হয়েছে।
আলোচ্য হিসাব বছরে লংকাবাংলা ফাইন্যান্সের সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৯৪ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ ডিসেম্বর প্রতিষ্ঠানটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৭৩ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ১৭ টাকা ৬০ পয়সা (পুনর্মূল্যায়িত)।
২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ১২ শতাংশ লভ্যাংশ দিয়েছিল লংকাবাংলা ফাইন্যান্স। এর মধ্যে ৭ শতাংশ নগদ ও বাকি ৫ শতাংশ স্টক লভ্যাংশ। ২০১৮ হিসাব বছরে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল তারা। এছাড়া ২০১৭ হিসাব বছরে ৭ দশমিক ৫ শতাংশ হারে নগদ ও স্টক লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।
মার্কেন্টাইল ব্যাংক: ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ১৫ শতাংশ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও বাকি ৫ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য সময়ে প্রতিষ্ঠানটির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ২৬ পয়সা, আগের হিসাব বছরে একই সময়ে যেখানে ইপিএস ছিল ২ টাকা ২৬ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ ডিসেম্বর প্রতিষ্ঠানটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ২২ টাকা ৬১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২২ টাকা ৩৪ পয়সা। ২৮ এপ্রিল বেলা ১১টায় ব্যাংকটির ২২তম এজিএম আহ্বান করা হয়েছে। ডিজিটাল প্লাটফর্মে ও রাজধানীর বিজয়নগরে ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টসে সশরীরে উপস্থিত থেকে এ এজিএমে অংশগ্রহণ করা যাবে।
কোন মন্তব্য নেই