আর্নিংস কল ডেকেছে বিবিএস ক্যাবলস - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আর্নিংস কল ডেকেছে বিবিএস ক্যাবলস

 

প্রকৌশল খাতের কোম্পানি বিবিএস ক্যাবলস লিমিটেড আর্থিক প্রতিবেদনের খুঁটিনাটি বিষয় শেয়ারহোল্ডারদের সামনে উপস্থাপন ও ব্যাখ্যা প্রদানের জন্য আর্নিংস কল ডেকেছে। - কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র জানায়, কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন জনসম্মুখে পর্যালোচনা করা হবে। করোনার কারণে সরাসরি না করে ভার্চুয়ালি এটি করবে কোম্পানি।


আজ ২৭ মে তৃতীয় প্রান্তিকের পর্ষদ সভা করবে বিবিএস ক্যাবলস। আগামী ১ জুন বিকেল ৩টা ৩০ মিনিটে কোম্পানি ভার্চুয়ালি কোম্পানির কর্পোরেট অফিস এটি প্রকাশ করা হবে। একই সাথে কোম্পানির ফেইসবুক পেইজে দেখা যাবে। দেশের অন্যতম নিউজ পোর্টাল সানবিডি ও দৈনিক বাণিজ্য প্রতিদিনের ফেইসবুক পেইজেও দেখা যাবে।


কোম্পানি ওইদিন তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনের খুঁটিনাটি ব্যাখ্যা-বিশ্লেষণ করবে। এজন্য আগ্রহী স্টেকহোল্ডারদের উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছে।


উল্লেখ্য, বাংলাদেশ এখন পর্যন্ত কয়েকটি কোম্পানি আর্নিংস কল করে যাচ্ছে। এর মধ্যে রয়েছে আইডিএলসি, এমজেএল বিডি, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিভিউশন, গ্রামীণফোন, ব্রাক ব্যাংক। এই তালিকায় যুক্ত হচ্ছে বিবিএস ক্যাবলস লিমিটেড।

কোন মন্তব্য নেই