চাঁপাইনবাবগঞ্জে করোনার ভারতীয় ধরনে সাত জন আক্রান্ত - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

চাঁপাইনবাবগঞ্জে করোনার ভারতীয় ধরনে সাত জন আক্রান্ত

 

দেশে নতুন করে আরও ১৩ জন করোনার ভারতীয় ধরনে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার সাত জন রয়েছে। এই ১৩ জনের মধ্যে পাঁচজন সম্প্রতি ভারত থেকে দেশে ফিরেছেন। আর আট জন ভারতে না গিয়ে করোনাভাইরাসের ভারতীয় ধরনে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। 


 


শুক্রবার রাতে জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি) এর ওয়েবসাইট  থেকে এই তথ্য জানা যায়। সেখানে জিনোম সিকোয়েন্সের তথ্য জানিয়েছে ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর, আইদেশী এবং আইসিডিডিআর-বি।


এর আগে জেলায় করোনা সংক্রমণ আশংকাজনক হারে বেড়ে যাওয়ায় সোমবার (২৪ মে) দিবাগত রাত ১২টা থেকে ৭ দিনের 'বিশেষ লকডাউন' ঘোষণা করে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ।


জেলায় এক সপ্তাহের ব্যবধানে রোগী শনাক্তের হার ৫৫ শতাংশের বেশি হওয়ায় এই লকডাউন ঘোষণা করা হয়। এই সময়ে জেলা থেকে কেউ বাইরে যেতে এবং বাইরে থেকে কেউ জেলায় প্রবেশ করতে পারবে না। তবে জরুরি পরিষেবা কার্যক্রম চালু রয়েছে। কাল রবিবার (৩০ মে) এই লকডাউন শেষ হবে।

কোন মন্তব্য নেই