রেকর্ড ভেঙে এভারেস্ট জয় করলেন হংকংয়ের নারী - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রেকর্ড ভেঙে এভারেস্ট জয় করলেন হংকংয়ের নারী

 

বিশ্বের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট। অনেকেই এই পর্বতশৃঙ্গ জয় করেছেন। এর মাঝে এভারেস্ট জয়ের কিছু ব্যতিক্রম গল্পও রয়েছে। এবার ২৬ ঘণ্টার কম সময়ে এভারেস্ট জয় করে রেকর্ড গড়েছেন এক নারী।


তিনি হংকংয়ের নারী পবর্তারোহী সাং ইন–হাং। তাঁর আগে কোনো নারী পর্বতারোহী এতো কম সময়ে এভারেস্টের চূড়ায় উঠতে পারেননি।


শুক্রবার আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে হংকংয়ের নারী পর্বতারোহীর এই রেকর্ডের কথা জানিয়েছে।


জানা গেছে, ৪৪ বছর বয়সী সাং ইন-হাং একসময় স্কুলে পড়াতেন। পরবর্তী সময় পর্বত জয়ের নেশা পেয়ে বসে। এই নিয়ে তিন বার এভারেস্ট অভিযানে যান তিনি। এর আগে সবচেয়ে কম সময়ে  নেপালের নারী পর্বতারোহী পুঞ্জো ঝাংমু লামা'র এভারেস্ট জয়ের রেকর্ড রয়েছে। তিনি এই অর্জনে সময় নিয়েছিলেন ৩৯ ঘণ্টা ৬ মিনিট। তাঁর সেই রেকর্ড ভেঙেছেন হংকংয়ের সাং ইন-হাং।


তবে এখনই এই নারী পর্বতারোহী হিসেবে সবচেয়ে কম সময়ে এভারেস্ট জয়ের স্বীকৃতি পাচ্ছেন না সাং ইন-হাং। এজন্য তাঁকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে আবেদন করে তথ্য-প্রমাণ উপস্থাপন করতে হবে। সনদ পেলে তবেই তিনি আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি পাবেন।


উল্লেখ্য, করোনা পরিস্থিতির কারণে গত বছর এভারেস্ট অভিযান বন্ধ রাখে নেপাল। এবার দেশটি ৪০৮ জন পর্বতারোহীকে এভারেস্ট অভিযানের অনুমতি দিয়েছে। এর মধ্যে ৩৫০ জনের বেশি পর্বতারোহী অভিযানে অংশ নিয়েছেন। 

কোন মন্তব্য নেই