বাংলাদেশসহ তিন দেশের অ-মুসলিমদের নাগরিকত্ব দেবে ভারত - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বাংলাদেশসহ তিন দেশের অ-মুসলিমদের নাগরিকত্ব দেবে ভারত

 

পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে ভারতে উদ্বাস্তু হয়ে আসা অ-মুসলিম জনগণ ভারতের নাগরিক হওয়ার জন্য আবেদন করতে পারবেন বলে বিজ্ঞপ্তি জারি করেছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়। 


আনন্দবাজার পত্রিকা জানায়, গুজরাট, রাজস্থান, ছত্রিসগড়, হরিয়ানা ও পাঞ্জাবের ১৩টি জেলায় বসবাসকারী হিন্দু, শিখ, জৈন ও বৌদ্ধ ধর্মের বাসিন্দারা যেন দ্রুত নাগরিকত্বের জন্য আবেদন করেন সেই নির্দেশনাও দিয়েছে কেন্দ্র।


এই নির্দেশনার মাধ্যমে মুসলমান ধর্মাবলম্বীরা ছাড়া সব ধর্মের মানুষকে নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দিলো ভারত। ভারতীয় সংবাদ মাধ্যম জিনিউজ জানায়, নাগরিকত্ব আইন ১৯৫৫ এবং ২০০৯ সালে প্রণীত নাগরিকত্ব সংশোধন আইনের (সিএএ) অধীনে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ২০১৯ সালে সংশোধিত নাগরিকত্ব আইন অনুযায়ী নয়।


২০১৯ সালে সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে ভারতের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ ও দাঙ্গা হয়। ২০২০ সালেও সিএএ বিরোধী ঝড় অব্যাহত থাকে। এই আইনের আওতায় ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে পর্যন্ত পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে যেসব হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পারসি ও খ্রিস্টান অর্থাৎ অ-মুসলিম উদ্বাস্তুরা ভারতে এসেছেন, তাঁদের ভারতের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছিলো। এই আইনের বিরুদ্ধে বিক্ষোভ হলেও শিগগিরই তা রূপায়ণ করা হবে বলে জানিয়েছে কেন্দ্র।

কোন মন্তব্য নেই