সিলেটে ভূমিকম্প অনুভূত - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সিলেটে ভূমিকম্প অনুভূত

 

দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলা সিলেট ও এর পার্শ্ববর্তী এলাকায় ১৫ মিনিটের ব্যবধানে দুই বার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। তাৎক্ষণিক ভূমিকম্পের উৎপত্তিস্থল এবং রিখটার স্কেলে এর মাত্রা জানা যায়নি।


শনিবার (২৯ মে) সকাল ১০টার পর ১৫ মিনিটের ব্যবধানে দুই বার ভূমিকম্প অনুভূত হয়।


এই সময় সাধারণ মানুষ আতংকে ঘরে থেকে বেরিয়ে রাস্তায় নেমে আসে। তবে এখন পর্যন্ত এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


সিলেট আবহাওয়া অফিসের প্রধান আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিলেটে ১৫ মিনিটের ব্যবধানে দুই বার ও সাড়ে ১১টার দিকে একবার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর উৎপত্তিস্থল ও রিখটার স্কেলের মাত্রা কত ছিলো তা খতিয়ে দেখা হচ্ছে

কোন মন্তব্য নেই