চার কোম্পানির রেকর্ড লেনদেন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

চার কোম্পানির রেকর্ড লেনদেন

 

ঈদের পর প্রথম কার্যদিবস রোববার (১৬ মে) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চাঙ্গা বাজারে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। তবে চাঙ্গা বাজারেও লেনদেন আগেরদিনের তুলনায় কিছুটা কমেছে। সাইফ পাওয়ার, জেনেক্স ইনফোসিস, কাট্টলী টেক্সটাইল (কেটিএল) ও কেয়া কসমেটিকস। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সাইফ পাওয়ার : আজ ডিএসইতে সাইফ পাওয়ারের লেনদেন হয়েছে ১ কোটি ৭১ লাখ ৩৩ হাজার ৩১৮টি শেয়ার। এটি কোম্পানিটির গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন। এর আগে গত ১৪ জানুয়ারি শেয়ারটির লেনদেন হয়েছিল ১ কোটি ২৬ লাখ ৮২ হাজার ৩৩৪টি শেয়ার।


আগেরদিন সাইফ পাওয়ারের দর ছিল ২২ টাকা ৮০ পয়সায়। আজ লেনদেনশেষে ক্লোজিং দর হয়েছে ২৫ টাকা। দর বেড়েছে ৯.৫৪ শতাংশ।


৩০ জুন, ২০২০ অর্থবছরে কোম্পানিটি ৫ শতাংশ ক্যাংশ ও ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড দিয়েছিল। চলতি অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৬৬ পয়সা। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৯০ পয়সা।


জেনেক্স ইনফোসিস : আজ ডিএসইতে জেনেক্স ইনফোসিসের লেনদেন হয়েছে ৪৬ লাখ ২৮ হাজার ৫৯টি শেয়ার। এটি কোম্পানিটির গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন। এর আগে গত ৩০ ডিসেম্বর শেয়ারটির লেনদেন হয়েছিল ২৪ লাখ ৯৩ হাজার ৪৩৩টি শেয়ার।


আগেরদিন জেনেক্স ইনফোসিসের দর ছিল ৫৪ টাকা ৭০ পয়সায়। আজ লেনদেনশেষে ক্লোজিং দর হয়েছে ৬০ টাকা ১০ পয়সা। দর বেড়েছে ৯.৮৭ শতাংশ।


৩০ জুন, ২০২০ অর্থবছরে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাংশ ও ১০ শতাংশ বোনাস ডিভিডেন্ড দিয়েছিল। চলতি অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৯০ পয়সা। যা আগের অর্থবছরের একই সময়েও ছিল ১ টাকা ৯০ পয়সা।


কাট্টলী টেক্সটাইল (কেটিএল) : আজ ডিএসইতে কেটিএলের লেনদেন হয়েছে ১ কোটি ২৫ লাখ ৪৪ হাজার ৪৫৪টি শেয়ার। এটি কোম্পানিটির গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন। এর আগে ঈদের আগের কার্যদিবস বুধবার শেয়ারটির লেনদেন হয়েছিল ১ কোটি ২৫ লাখ ৪৪ হাজার ৪৫১টি শেয়ার।


আগেরদিন কেটিএলের দর ছিল ১৩ টাকা ২০ পয়সায়। আজ লেনদেনশেষে ক্লোজিং দর হয়েছে ১৪ টাকা ৩০ পয়সা। দর বেড়েছে ৮.৩৩ শতাংশ।


৩০ জুন, ২০২০ অর্থবছরে কোম্পানিটি ২ শতাংশ ক্যাশ ও ৮ শতাংশ বোনাস ডিভিডেন্ড দিয়েছিল। চলতি অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৯০ পয়সা। আগের অর্থবছরের একই সময়েও ছিল ১ টাকা ৪০ পয়সা।


কেয়া কসমেটিকস : আজ ডিএসইতে কেয়া কসমেটিকসের লেনদেন হয়েছে ২ কোটি ৯ লাখ ৫৩ হাজার ৮৬৯৪টি শেয়ার। এটি কোম্পানিটির গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন। এর আগে গতবছর ২৭ সেপ্টেম্বর শেয়ারটির লেনদেন হয়েছিল ১ কোটি ৪২ লাখ ৩১ হাজার ৭৯৮টি শেয়ার।


আগেরদিন কেয়া কসমেটিকসের দর ছিল ৬ টাকা ১০ পয়সায়। আজ লেনদেনশেষে ক্লোজিং দর হয়েছে ৬ টাকা ৭০ পয়সা। দর বেড়েছে ৯.৮৩ শতাংশ।


৩০ জুন, ২০২০ অর্থবছরে কোম্পানিটি ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। চলতি অর্থবছরের কোন প্রান্তিকেরই আর্থিক প্রতিবেদন এ পর্যন্ত প্রকাশ করেনি কোম্পানিটি।

কোন মন্তব্য নেই