কাগজের চেয়ে টাকাই বেশি দিল আর্থিক খাত
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের ৯ কোম্পানি এ পর্যন্ত ২০২০ অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিগুলো কাগজের তুলনায় অর্থাৎ স্টক ডিভিডেন্ডের তুলনায় ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে তুলনামুলকভাবে বেশি। যেকোনো কোম্পানি ক্যাশ ডিভিডেন্ড দেয়া ইতিবাচক বলে মনে করা হয়। কারণ ক্যাশ দেয়া মানে কোম্পানির মুনাফা থেকে নগদ টাকা দিয়ে দেয়া। অপরদিকে, স্টক ডিভিডেন্ড মানে কাগজ ধরিয়ে দেয়া। কোনো কোম্পানি ক্যাশ না দিয়ে স্টক দেয়াটা ইতিবাচক বলে ধরা হয় না। কারণ কোম্পানিটি মুনাফার পুরো টাকা নিজেদের পকেটে ভরে স্টক ডিভিডেন্ডের মাধ্যমে কাগজ ধরিয়ে দেয়। তবে ২০২০ অর্থবছরে আর্থিক খাতের কোম্পানিগুলো স্টক এর তুলনায় ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বেশি। যা পুঁজিবাজারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছে বাজার সংশ্লিষ্টরা।
ডিএসই সূত্রে জানা যায়, ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরে ক্যাশ ডিভিডেন্ড হিসেবে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের ২৬০ কোটি ১২ লাখ ৪ হাজার টাকা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের ৯ কোম্পানি। এগুলো হলো- বিডি ফাইন্যান্স, ডেল্টা ব্র্যাক হাউজিং (ডিবিএইচ), আইডিএলসি ফাইন্যান্স, আইপিডিসি, ইসলামিক ফাইন্যান্স, লঙ্কাবাংলা ফাইন্যান্স, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এবং ইউনাইটেড ফাইন্যান্স। এর মধ্যে কোম্পানি ক্যাশের পাশাপাশি স্টক ডিভিডেন্ড দিয়েছে ৩ কোম্পানি। এগুলো হলো- বিডি ফাইন্যান্স, ডিবিএইচ এবং আইডিএলসি। এছাড়া, ফার্স্ট ফাইন্যান্স শুধুমাত্র স্টক ডিভিডেন্ড দিয়েছে। এই চার কোম্পানি ২০২০ অর্থবছরে ৫৯ কোটি ৪১ লাখ ৭ হাজার ৩৭৪ টাকার স্টক ডিভিডেন্ড দিয়েছে, যার মাধ্যমে আর্থিক খাতের মূলধন বেড়েছে।
বিডি ফাইন্যান্স : ২০২০ অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ৬ শতাংশ ক্যাশ এবং ৬ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। অর্থাৎ ক্যাশ ডিভিডেন্ডের মাধ্যমে কোম্পানিটির কাছে থেকে বিনিয়োগকারীরা ক্যাশ ১০ কোটি ৬৫ লাখ ৪৮ হাজার ৮৩০ টাকা পাবে। আর স্টক ডিভিডেন্ডের মাধ্যমে কোম্পানিটির মূলধন বাড়বে ১০ কোটি ৬৫ লাখ ৪৮ হাজার ৮৩০ টাকা।
ডেল্টা ব্র্যাক হাউজিং : ২০২০ অর্থবছরে কোম্পানিটি সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ ক্যাশ এবং ১৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। অর্থাৎ ক্যাশ ডিভিডেন্ডের মাধ্যমে কোম্পানিটির কাছে থেকে বিনিয়োগকারীরা ক্যাশ ২৬ কোটি ৫৮ লাখ ৯৫ হাজার ৯৫২ টাকা পাবে। আর স্টক ডিভিডেন্ডের মাধ্যমে কোম্পানিটির মূলধন বাড়বে ২৬ কোটি ৫৮ লাখ ৯৫ হাজার ৯৫২ টাকা।
ফার্স্ট ফাইন্যান্স : ২০২০ অর্থবছরে কোম্পানিটি সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ২ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। অর্থাৎ এর মাধ্যমে কোম্পানিটির মূলধন বাড়বে ২ কোটি ৩৭ লাখ ১০ হাজার ৯৩৩ টাকা।
আইডিএলসি ফাইন্যান্স : ২০২০ অর্থবছরে কোম্পানিটি সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। অর্থাৎ ক্যাশ ডিভিডেন্ডের মাধ্যমে কোম্পানিটির কাছে থেকে বিনিয়োগকারীরা ক্যাশ ৫৯ কোটি ৩৮ লাখ ৫৪ হাজার ৯৭৮ টাকা পাবে। আর স্টক ডিভিডেন্ডের মাধ্যমে কোম্পানিটির মূলধন বাড়বে ১৯ কোটি ৭৯ লাখ ৫১ হাজার ৬৫৯ টাকা।
আইপিডিসি : ২০২০ অর্থবছরে কোম্পানিটি সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। অর্থাৎ ক্যাশ ডিভিডেন্ডের মাধ্যমে কোম্পানিটির কাছে থেকে বিনিয়োগকারীরা ক্যাশ ৪৪ কোটি ৫৩ লাখ ৯ হাজার ৮৫৬
টাকা পাবে।
ইসলামিক ফাইন্যান্স : ২০২০ অর্থবছরে কোম্পানিটি সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। অর্থাৎ ক্যাশ ডিভিডেন্ডের মাধ্যমে কোম্পানিটির কাছে থেকে বিনিয়োগকারীরা ক্যাশ ১৪ কোটি ৩ লাখ ২৬ হাজার ৬৭২ টাকা পাবে।
লঙ্কাবাংলা ফাইন্যান্স : ২০২০ অর্থবছরে কোম্পানিটি সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। অর্থাৎ ক্যাশ ডিভিডেন্ডের মাধ্যমে কোম্পানিটির কাছে থেকে বিনিয়োগকারীরা ক্যাশ ৬৪ কোটি ৬৬ লাখ ৬ হাজার ৩৪৭ টাকা পাবে।
ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স : ২০২০ অর্থবছরে কোম্পানিটি সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। অর্থাৎ ক্যাশ ডিভিডেন্ডের মাধ্যমে কোম্পানিটির কাছে থেকে বিনিয়োগকারীরা ক্যাশ ১৭ কোটি ৫৫ লাখ ৪৬ হাজার ৮০০ টাকা পাবে।
ইউনাইটেড ফাইন্যান্স : ২০২০ অর্থবছরে কোম্পানিটি সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। অর্থাৎ ক্যাশ ডিভিডেন্ডের মাধ্যমে কোম্পানিটির কাছে থেকে বিনিয়োগকারীরা ক্যাশ ১৮ কোটি ৭১ লাখ ১৪ হাজার ৬১৫ টাকা পাবে।

কোন মন্তব্য নেই