২৫ কোম্পানির শেয়ার ঝুঁকিপূর্ণ অবস্থানে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

২৫ কোম্পানির শেয়ার ঝুঁকিপূর্ণ অবস্থানে




পুঁজিবাজারে বিনিয়োগ উপযোগী শেয়ার কিংবা বিনিয়োগ ঝুঁকিপূর্ণ শেয়ার অ্যানালাইসিসের জন্য বিশ্বব্যাপী বিনিয়োগকারীরা বিভিন্ন নির্দেশক (Indicator) ব্যবহার করে থাকেন। এর মধ্যে প্রধানত হল-ট্যাকনিক্যাল ইনডিকেটর (Technical Indicator) ও ফান্ডমেন্টাল ইনডিকেটর (Fundamental Indecator)। টেকনিক্যাল ইনডিকেটরের মধ্যে Relative Strength index অথবা আরএসআই (RSI) ইনডিকেটর সবচেয়ে গুরুত্বপূর্ণ।


আরএসআই-এর মাধ্যমে খুব সহজেই বিনিয়োগ উপযোগী শেয়ার খুঁজে বের করা যায়। ঠিক তেমনি বিনিয়োগ ঝুঁকিপূর্ণ শেয়ারও সনাক্ত করা যায়।


আরএসআই-এর মাধমে বাজারের overbought ও oversold অবস্থান নির্দেশ করে। এর স্কেলমান শুন্য হতে ১০০ পর্যন্ত হয়। সাধারণত: ২০ এর নিচের শেয়ার oversold, ৮০ এর উপরে শেয়ার overbought নির্দেশ করে। সাধারণত, oversold অবস্থায় বড় বিনিয়োগকারীদের শেয়ার buy (কেনা) এবং overbought অবস্থায় বড় বিনিয়োগকারীদের sell pressure (বিক্রির চাপ) নির্দেশ করে থাকে।


তবে অনেক ক্ষেত্রে এর ব্যতিক্রমও হয়। যদি কোম্পানির মূল্য সংবেদনশীল তথ্য থাকে, তাহলে সেক্ষেত্রে আরএসআই অকার্যকর হয়ে পড়ে। মূল্য সংবেদনশীল তথ্যের ভিত্তিতে শেয়ারের দর উঠা-নামা করে।


আবার যদি কোন শেয়ারের পেছনে বড় হাত থাকে বা স্মার্ট মানি থাকে, সেক্ষেত্রেও আরএসআই সাধারণত অকার্যকর হয়ে যায়।


তবে সাধারণ নিয়মে যেসব কোম্পানির শেয়ার দর যদি আরএসআই-এর নিচের পর্যায়ে থাকে, তাহলে সেসব কোম্পানিতে বিনিয়োগ নিরাপদ মনে করা হয়।


আবার যেসব কোম্পানির শেয়ার দর আরএসআই-এর উচ্চ পর্যায়ে থাকে, সেসব কোম্পানিতে আপাতত বিনিয়োগ না করে ওয়েট অ্যান্ড সি পলিসি অনুসরণ করার পরামর্শ দেয়া হয়। এতে করে পুঁজি নিরাপদ থাকে।


তবে শেয়ার দর যখন বাড়তে বা কমতে থাকে আরএসআই ইনডিকেটরের দরের সঙ্গে সামঞ্জস্যতা রেখে পরিবর্তন হয়।


উল্লেখ্য, আরএসআই ইনডিকেটর অনুযায়ি শেয়ার কেনা-বেচা করতে হবে, এমন কোন স্বত:সিদ্ধ নিয়ম বা বাধ্যবাধকতা নেই।

তবে আরএসআই ইনিডিকেটর অনুসরণ করলে সমূহ ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়।


আমারস্টক-এর তথ্য অনুযায়ি, সর্বশেষ ২৭ মে, ২০২১ তারিখের দর অনুযায়ি বর্তমানে ২৫টি কোম্পানির আরএসআই সর্বোচ্চ অবস্থানে রয়েছে।


কোম্পানিগুলোর নাম, সর্বশেষ দর ও আরএসআই হিসাব নিচে তুলে দেয়া হল:

CompanyLTPRSI
Progressive Life120.8099.87
Pragati Life97.1099.82
Popular Life83.5099.81
Genex Infosis91.3095.44
AB Bank15.7089.85
NCC Bank18.5089.40
Dhaka Bnak16.7086.95
KTL17.5086.46
Sun Life37.0086.06
PF1 Mutual Fund10.9084.74
One Bank14.6084.03
Salvo Chemical17.8083.41
UCB18.9083.38
Southeast Bank17.0082.32
SIBL15.0082.28
Metro Spinning14.7082.62
First Security Bank12.3082.04
Al Arafa25.0081.67
Padma Life31.6080.65
Green Delta Insurance89.5080.66
Confidence Cement127.0080.27
Premier Cement71.7080.66
Fareast Life55.8080.02

সূত্র: আমারস্টক.কম



কোন মন্তব্য নেই