বাংলাদেশকে আরো ৬ লাখ টিকা উপহার দিচ্ছে চীন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বাংলাদেশকে আরো ৬ লাখ টিকা উপহার দিচ্ছে চীন

 

বাংলাদেশকে উপহার হিসেবে আরো ছয় লাখ করোনার টিকা দেয়ার ঘোষণা দিয়েছে চীন। শুক্রবার ঢাকায় চীনা দূতাবাস থে‌কে পাঠা‌নো এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জানা‌নো হয়েছে।


এতে বলা হয়, চী‌নের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই‌য়ের কাছে টিকার জন্য কূট‌নৈ‌তিকপত্র দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মো‌মে‌ন। এর প‌রি‌প্রেক্ষি‌তে বাংলা‌দে‌শে‌কে আরো ছয় লাখ ডোজ টিকা উপহার হিসেবে দেয়ার কথা শুক্রবার টে‌লি‌ফো‌নে পররাষ্ট্রমন্ত্রী ড. মো‌মেন‌কে জানান চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।


এর আগে ১২ মে বাংলাদেশকে সিনোফার্মের পাঁচ লাখ ডোজ টিকা উপহার দেয় চীন।


চীনা দূতাবাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের করোনা সংক্রমণের ওপর চীনের নজর রয়েছে। বাংলাদেশে জরুরি ভিত্তিতে টিকার বিপুল চাহিদার প্রেক্ষাপটে সরবরাহের ঘাটতির বিষয়ে চীন উদ্বিগ্ন। ফলে দ্বিতীয় দফায় টিকা উপহারের ঘোষণা বাংলাদেশের প্রতি চীনের বন্ধুত্বের নিদর্শন।


এ ছাড়া করোনার টিকার তৃতীয় ধাপের পরীক্ষামূলক প্রয়োগ (ট্রায়াল) করতে যাচ্ছে আনুই জিফেই নামের একটি চীনা প্রতিষ্ঠান। টিকার পরীক্ষার পাশাপাশি তারা যৌথ গবেষণা ও উৎপাদনের কারখানাও স্থাপন করতে চায় বাংলাদেশে। এসব বিষয়ে চূড়ান্ত আলোচনার জন্য প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট দু-এক দিনের মধ্যে ঢাকায় আসবেন বলে শুক্রবারের প্রেস বিজ্ঞপ্তিতে জানায় চীনা দূতাবাস।


কোন মন্তব্য নেই