লোকাল স্টার্টআপে ২-৫ কোটি টাকা বিনিয়োগ করবে ইভ্যালি: রাসেল - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

লোকাল স্টার্টআপে ২-৫ কোটি টাকা বিনিয়োগ করবে ইভ্যালি: রাসেল

 

লোকাল ফান্ডিং ছাড়া স্টার্টআপ থেকে বড় প্রতিষ্ঠান হওয়া কখনোই সম্ভব না বা ফান্ডিং ছাড়া বড় হওয়ার খুবই কষ্টকর। আপনারা জানেন একটা স্টার্টআপ ভালো করার প্যারামিটার হলো ফান্ডিং। এ ফান্ডিং তখনি বিদেশিরা আগ্রহ প্রকাশ করবে যখন লোকাল ইনভেস্টরা এগিয়ে আসবে। আমরা অলরেডি ঘোষণা দিয়েছি যে স্টার্টআপে ইনভেস্টমেন্টের সুযোগ থাকবে সেখানে ২ কোটি থেকে ৫ কোটি টাকা পর্যন্ত ইনভেস্ট করবো। 


তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে “উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ প্রকল্প (iDEA)” আয়োজন করছে “বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট (বিগ) ২০২১”। আজ (৯ জুন) এ কার্যক্রমের ভবিষ্যৎ পরিকল্পনাসমূহ নিয়ে অনলাইন সংবাদ সম্মেলনে এমনই আশাবাদ ব্যক্ত করেন ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল। 


মোহাম্মদ রাসেল আরো বলেন, ইভ্যালি স্টার্টআপ থেকে শুরু করেছিল। করোনায় সবার জন্যই খারাপ সময় গেছে। তবে করোনা ই-কমার্সের জন্য পজিটিভ কিছু নিয়ে এসেছে। আজকে হয়তো ইভ্যালি অনেকটা সফল করোনার কারণে এবং দেশের ইনফাস্ট্রাচারের কারণে। কিন্ত অন্যান্য স্টার্টআপ তাদরকে আমরা এখন সহযোগিতা করতে চায়।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম। 


অনুষ্ঠানটিতে আইডিয়া প্রকল্পের পরিচালক ও যুগ্ম সচিব মোঃ আব্দুর রাকিব স্বাগত বক্তব্য রাখেন। আরো উপস্থিত ছিলেন, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর উপ-ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী লিয়াকত আলী এবং স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক টিনা জাবীন।


কোন মন্তব্য নেই