অপটিকাল ক্যাবল ও টাওয়ার শেয়ারে বিটিসিএলে আগ্রহী জিপি-বাংলালিংক - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

অপটিকাল ক্যাবল ও টাওয়ার শেয়ারে বিটিসিএলে আগ্রহী জিপি-বাংলালিংক

 
অপটিকাল ক্যাবল ও টাওয়ার শেয়ারে বিটিসিএলে আগ্রহী জিপি-বাংলালিংক

গ্রামীণফোন এবং বাংলালিংক খুব শীঘ্রই বিটিসিএল থেকে অপটিকাল ফাইবার ক্যাবল ও টাওয়ার শেয়ারিং লিজ নিতে আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশের সকল মােবাইল টেলিকম অপারেটরের সাথে বিটিসিএল এর অংশীজন সভায় এ আগ্রহ প্রকাশ করে প্রতিষ্ঠানগুলো।


বিটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. মাে: রফিকুল মতিন এর সভাপতিত্বে সম্প্রতি ওয়েবনিয়ারে অংশগ্রহণ করেন টেলিটক, গ্রামীণফোন, রবি এবং বাংলালিংকের ২৮ জন উর্ধ্বতন কর্মকর্তা।


সভায় রবির প্রতিনিধিগণ বিটিসিএল এর অপটিক্যাল ফাইবার ব্যাকবোনসহ অন্যান্য সেবার মানে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি অপটিক্যাল ফাইবার ও টাওয়ার অপারেশন মেইটেনেন্স সেবার মান আরাে উন্নত ও টেকসই করার লক্ষ্যে আউটসাের্সিং প্রতিষ্ঠান নিয়ােগের বিষয়ে সকলেই গুরুত্ব আরােপ করেন।


বিটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. মােঃ রফিকুল মতিন সভায় অংশগ্রহনকারীগনকে ধন্যবাদ জানিয়ে বলেন,

অপটিক্যাল ফাইবার ও টাওয়ার শেয়ারিং সেবার মান আরাে টেকসই ও যুগােপযােগী করার লক্ষ্যে আউটসাের্সিং

প্রতিষ্ঠান নিয়ােগের বিষয়ে বিটিসিএল ব্যবস্থা গ্রহণ করছে। সবকিছু আধুনিকায়নের মাধ্যমে গ্রাহকের সন্তুষ্টি মোতাবেক

সেবা প্রদান করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

কোন মন্তব্য নেই