ফের সাইবার হামলার শিকার সোলারউইন্ডস - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ফের সাইবার হামলার শিকার সোলারউইন্ডস



আবার হ্যাকারদের কবলে পড়ার খবর জানিয়েছে সফটওয়্যার প্রতিষ্ঠান সোলারউইন্ডস। হ্যাকাররা প্রতিষ্ঠানটির দুটি প্রোগ্রামের সফটওয়্যার ত্রুটির সুযোগ নিয়ে সীমিতসংখ্যক এবং লক্ষ্য নির্ধারিত গ্রাহকের ওপর হামলা চালিয়েছে। খবর রয়টার্স। সোলারউইন্ডস বলছে, ওই ত্রুটির ব্যাপারে প্রতিষ্ঠানটির আগে থেকে জানা ছিল না। রোববার এক বিবৃতিতে গোটা বিষয়টি সামনে এনেছে তারা। তবে জড়িত হ্যাকারদের শনাক্ত করেনি সোলারউইন্ডস। এর সঙ্গে আগের হামলার কোনো সংশ্লিষ্টতা নেই বলেও দাবি করেছে প্রতিষ্ঠানটি।


বিবৃতির সঙ্গে সংযুক্ত এক প্রশ্নোত্তর পেজে সোলারউইন্ডস লিখে রেখেছে, গত বছরের সরকারি নেটওয়ার্কে হামলার সঙ্গে এটি কোনোভাবেই সংশ্লিষ্ট নয়। যুক্তরাষ্ট্র সে সময় অভিযোগ তুলেছিল, রাশিয়ান হ্যাকাররা ওই হামলা চালিয়েছে। দেশটির ভাষ্যে, গোটা কর্মকাণ্ডই ছিল এক গুপ্তচরবৃত্তি কার্যক্রম। এতে টেক্সাসভিত্তিক সফটওয়্যার প্রতিষ্ঠানটিকে ব্যবহার করে আগে থেকেই নির্ধারণ করে রাখা নেটওয়ার্কে অনুপ্রবেশ করেছিল হ্যাকাররা।

কোন মন্তব্য নেই