অফিসে ফিরছেন টুইটার কর্মীরা
করোনার টিকা প্রদানের হার বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের বেশির ভাগ প্রযুক্তি প্রতিষ্ঠান কীভাবে ও কবে নাগাদ পুনরায় তাদের অফিস চালু করতে পারবে সে বিষয়ে আলোচনা চালাচ্ছে।
সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল জানায়, জুলাইয়ের শেষদিকে তাদের কর্মচারীরা চাইলে স্বেচ্ছায় কর্মস্থলে ফিরতে পারেন। যেখানে সেপ্টেম্বরের শুরু থেকে অ্যাপল তাদের কর্মীদের সপ্তাহে তিনদিন অফিসে কাজ করার বিধি চালু করতে যাচ্ছে।
শুরুর দিন টুইটারের কর্মীরা অফিসে নাশতা ও লিফটে মাস্কবিহীন সেলফি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে।
কিছু কর্মী আনন্দ প্রকাশ করলেও অধিকাংশই কর্মক্ষেত্রে ন্যূনতম সময় কাজ করার কথা জানান। টুইটারের অভ্যন্তরীণ এক জরিপের তথ্যানুযায়ী, সানফ্রান্সিসকোর ৪৫ শতাংশ এবং নিউইয়র্কের ৬৩ শতাংশ কর্মচারী অফিসে ফিরতে চান। সেটি সপ্তাহে একদিন হলেও। বাকিরা ঘরে থেকে কাজ করার ব্যাপারে আগ্রহী।
এক টুইটে টুইটারের মুখ্য আর্থিক কর্মকর্তা (সিএফও) নেড সিগাল বলেন, প্রতিষ্ঠানে কর্মরতরা অফিসে হোক বা বাসার সোফাতেই হোক, যেখানে বসেই কাজ করুক না কেন, প্রতিষ্ঠান তাদের সহায়তা করে যাবে।
কোন মন্তব্য নেই