ইএসপিএন প্লাসের মাসিক ও বার্ষিক ফি বাড়াচ্ছে ডিজনি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ইএসপিএন প্লাসের মাসিক ও বার্ষিক ফি বাড়াচ্ছে ডিজনি


স্পোর্টস স্ট্রিমিং প্লাটফর্ম ইএসপিএন প্লাসের মাসিক ও বার্ষিক ফি বাড়ানোর ঘোষণা দিয়েছে ওয়াল্ট ডিজনি কোম্পানি। সম্প্রতি এক ঘোষণায় ওয়াল্ট ডিজনি জানায়, শিগগিরই যুক্তরাষ্ট্রে এ বর্ধিত ফি কার্যকর করা হবে। খবর রয়টার্স।


ডিজনি জানায়, ইএসপিএন প্লাসের মাসিক ফি ১ ডলার বাড়িয়ে ৬ দশমিক ৯৯ ডলার করা হচ্ছে। এছাড়া বার্ষিক ফি ১০ ডলার বাড়িয়ে করা হচ্ছে ৬৯ দশমিক ৯৯ ডলার।


ডিজনির অন্যান্য স্ট্রিমিং প্লাটফর্ম যেমন হুলু ও ডিজনি প্লাসের সাবস্ক্রিপশন ফি অপরিবর্তিত রয়েছে। এমনকি ইউএফসি ম্যাচ দেখতে যে পে-পার-ভিউ (প্রতিবার দেখতে প্রদেয় অর্থ) প্রাইস রয়েছে তা-ও অপরিবর্তিত থাকবে। বিশ্বজুড়ে ইএসপিএন প্লাসের সাবস্ক্রাইবার সংখ্যা ১ কোটি ৪০ লাখ।


আগস্ট থেকে শুরু হওয়া ফুটবলের লা লিগা টুর্নামেন্ট ও গলফের পিজিএ টুর লাইভের সম্প্রচার স্বত্ব পেয়েছে ইএসপিএন প্লাস। করোনা মহামারীতে শ্লথগতির পর বেশ কয়েকটি ক্রীড়া প্রতিযোগিতার সরাসরি সম্প্রচারের মাধ্যমে চাঙ্গা ভাবে ঘুরে দাঁড়াতে চাচ্ছে ইএসপিএন প্লাস। এছাড়া করোনা মহামারীতে বিভিন্ন স্ট্রিমিং প্লাটফর্মের জনপ্রিয়তা আশাবাদী করেছে ডিজনি পরিবারকে।


ডিজনি ও মার্ভেল প্রযোজিত ব্ল্যাক উইডো চলতি মাসে ডিজনি প্লাসে মুক্তি দেয়ার পর বেশ সাড়া ফেলেছে। স্কারলেট জোহানসন অভিনীত ফিল্মটি মুক্তির প্রথম সপ্তাহেই আয় করেছে ৮ কোটি ডলার। এর মধ্যে ডিজনি প্লাস থেকেই এসেছে ৬ কোটি ডলার।

কোন মন্তব্য নেই