নিজস্ব চিপ নির্মাণে ঝুঁকছে কেন প্রযুক্তি জায়ান্টগুলো - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

নিজস্ব চিপ নির্মাণে ঝুঁকছে কেন প্রযুক্তি জায়ান্টগুলো


বছর দেড়েক চলা মহামারীতে ইন্টারনেট-এনাবলড ডিভাইস যেমন কম্পিউটার, ল্যাপটপ, স্মার্টফোন, স্মার্টওয়াচ, স্মার্ট টেলিভিশন নির্ভরশীলতা বেড়েছে। এ ডিভাইসগুলোর ব্রেইন হিসেবে বিবেচিত হয় সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ চিপস। এ চিপ ছাড়া কোনো ডিভাইস কাজ করতে পারে না। খবর সিএনবিসি।


চিপ স্বল্পতা বড় সংকট হিসেবে হাজির হয়েছে এবং এ নিয়ে ভাবতে বসেছে প্রযুক্তি কোম্পানিগুলো। চিপে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে অনেক প্রযুক্তি জায়ান্টই নিজস্ব চিপ নির্মাণের দিকে ঝুঁকছে। অ্যাপল, অ্যামাজন, ফেসবুক, টেসলা ও বাইদুর মতো কোম্পানি প্রতিষ্ঠিত চিপ নির্মাণ কোম্পানিগুলোকে এড়িয়ে ইন-হাউজ চিপ নির্মাণে যাচ্ছে। অ্যাকসেঞ্চারের গ্লোবাল সেমিকন্ডাক্টর লিড সৈয়দ আলম সম্প্রতি সিএনবিসিকে জানান, নিজস্ব অ্যাপ্লিকেশনগুলোর জন্য কাস্টম-মেইড চিপ নির্মাণে ঝুঁকছে প্রযুক্তি কোম্পানিগুলো। এজন্য নিজেদের পণ্যের সঙ্গে সফটওয়্যার ও হার্ডওয়্যার সমন্বয় করা সহজ হয়।


রাস শ নামে যুক্তরাজ্যভিত্তিক ডায়ালগ সেমিকন্ডাক্টরের সাবেক এক শীর্ষ কর্মকর্তা জানান, কাস্টম ডিজাইনড চিপগুলো ভালো পারফরম্যান্স দেবে এবং এটা বেশ সাশ্রয়ী।


সাম্প্রতিক মাসগুলোতে বেশ কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠান নতুন চিপ প্রজেক্টের ঘোষণা দিয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে ২০২০ সালের নভেম্বরে ইন্টেল থেকে সরে দাঁড়ানো। এম১ প্রসেসর চিপ দিয়ে এখন নির্মিত হচ্ছে অ্যাপলের আইম্যাক ও আইপ্যাডের।


অতি সম্প্রতি বৈদ্যুতিক গাড়ি নির্মাতা কোম্পানি টেসলা ‘দোজো’ চিপ নির্মাণের ঘোষণা দিয়েছে। ডাটা সেন্টারগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই) প্রশিক্ষণে এ চিপ ব্যবহূত হবে। এর আগে কাস্টম এআই চিপের মাধ্যমে ২০১৯ থেকে নিজস্ব গাড়ি নির্মাণ করেছে।


গত মাসে এআই চিপ উন্মোচন করেছে বাইদু, যা বিশাল পরিমাণের ডাটা প্রসেস করতে সক্ষম। এছাড়া এর কম্পিউটিং ক্ষমতা অসাধারণ। কুনলুন ২ নামের চিপটি চালকবিহীন গাড়ির মতো প্রযুক্তিতে ব্যবহূত হবে। শিগগিরই ওই গাড়ির গণ-উৎপাদনে যাচ্ছে বাইদু।


এদিকে সম্প্রতি নিজেদের ক্রোমবুক ল্যাপটপের জন্য সিপিইউ আনার ঘোষণা দিয়েছে গুগল। আগামী ২০২৩ সালের মধ্যেই গুগলের ক্রোমবুক ও ট্যাবলেটে এ সিপিইউ যুক্ত হবে। পিক্সেল স্মার্টফোনে নিজেদের টেনসর চিপ রাখছে প্রযুক্তি জায়ান্টটি। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন নির্ভরতা থেকে বেরিয়ে এল তারা।


এছাড়া বিশ্বের শীর্ষ ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠান অ্যামাজনও নিজস্ব নেটওয়ার্কিং চিপ নির্মাণের চেষ্টা চালাচ্ছে। যদি এতে সফল হয়, তাহলে ব্রডকমের ওপর নির্ভরশীলতা কমবে অ্যামাজনের। এছাড়া আরো কয়েকটি চিপের ডিজাইনও করেছে জেফ বেজোস প্রতিষ্ঠিত কোম্পানিটি।


২০১৯ সালে ফেসবুকের এআই সায়েন্টিস্ট ব্লুমবার্গকে জানিয়েছিল, তারা নতুন ধরনের সেমিকন্ডাক্টর নিয়ে কাজ করছে, যা বিদ্যমান নকশার চেয়ে পুরোই ভিন্ন।

কোন মন্তব্য নেই