১৪ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে অ্যাপলের নতুন আইফোন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

১৪ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে অ্যাপলের নতুন আইফোন


১৪ সেপ্টেম্বর আইফোন ১৩ উন্মোচন করতে যাচ্ছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। এদিন স্থানীয় সময় বেলা ১টায় অ্যাপল পার্ক থেকে ক্যালিফোর্নিয়া স্ট্রিমিং ট্যাগলাইনযুক্ত এ ভার্চুয়াল ইভেন্ট প্রচার করা হবে। খবর দ্য ভার্জ।


অ্যাপল মূলত প্রতি শরতেই তাদের নতুন পণ্য আনার বিষয়ে ঘোষণা দিয়ে থাকে। চলতি বছরের ইভেন্টে আইফোন ১৩ উন্মুক্ত করা হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। নতুন সিরিজের ফোনগুলো ১২ সিরিজের আকারে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে কিছু মডেলে অধিক রিফ্রেশ রেটের ডিসপ্লে দেয়া হতে পারে। অ্যান্ড্রয়েড স্মার্টফোনে দীর্ঘদিন ধরে এ ফিচার ব্যবহূত হয়ে আসছে। এছাড়াও নতুন ফোনগুলোতে ছোট ডিসপ্লে নচ ও উন্নত ক্যামেরা দেয়া হতে পারে।


অ্যাপলের এ ইভেন্ট থেকে সঠিক তথ্য পাওয়া কঠিন। যদিও ডার্কেনিং স্কাইয়ের মাধ্যমে ধারণা করা হচ্ছে যে আইফোন ১৩-তে উন্নত নাইট মোড ফটোগ্রাফি সুবিধা দেয়া হয়েছে। পাশাপাশি অ্যাপলের উজ্জ্বল লোগো নতুন আইফোনে অলয়েজ অন লকস্ক্রিন থাকার আভাস দিচ্ছে। আইফোন ১৩-এর পাশাপাশি অ্যাপলের আরো বেশকিছু প্রজেক্ট রয়েছে।


এর আগে শিশু নিপীড়নমূলক ছবির সন্ধানে আইফোন স্ক্যানের সিদ্ধান্ত গ্রহণের কথা জানিয়েছিল এ প্রযুক্তি জায়ান্ট। কিন্তু বিভিন্ন মহলের কড়া সমালোচনার কারণে এ সিদ্ধান্ত থেকে সরে এসেছে প্রতিষ্ঠানটি।

কোন মন্তব্য নেই