রোববার দর পতনের শীর্ষে যেসব কোম্পানি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রোববার দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

 

রোববার (১৭ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৮৭টির বা ৭৬.৩২ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ওরিয়ন ফার্মার।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


আগের কার্যদিবস বৃহস্পতিবার ওরিয়ন ফার্মার ক্লোজিং দর ছিল ১১৫ টাকা ২০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১০৪ টাকা ২০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১১ টাকা বা ৯.৫৪ শতাংশ কমেছে। এর মাধ্যমে ওরিয়ন ফার্মা ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।


ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইন্দোবাংলা ফার্মার ৮.৮৭ শতাংশ, ইমাম বাটনের ৮.৪৭ শতাংশ, পেপার প্রসেসের ৮.০২ শতাংশ, ফারইস্ট নিটিংয়ের ৭.৭৯ শতাংশ, এডভেন্ট ফার্মার ৭.৬৯ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৭.৩০ শতাংশ, জিপিএইচ ইস্পাতের ৭.২৬ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ৭.১৭ শতাংশ এবং জিবিবি পাওয়ারের ৭.০৯ শতাংশ দর কমেছে।

কোন মন্তব্য নেই