ইতিহাস গড়লো সিটি ব্রোকারেজ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ইতিহাস গড়লো সিটি ব্রোকারেজ

 

ইতিহাস গড়লো দেশের অন্যতম ব্রোকার সিটি ব্রোকারেজ লিমিটেড। প্রতিষ্ঠানটির হাত ধরেই দেশের পুঁজিবাজারে লেনদেন শুরু হলো ট্রেজারি বন্ডের। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে একটি বন্ডের এ হাজার ইউনিট বিক্রি করা হয়েছে।


ডিএসই সূত্র মতে, ২০০৫ সালের ১ লা জানুয়ারি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ট্রেজারি বন্ড। তবে এখানে কোন লেনদেন ছিলো না। যদিও লেনদেন চালু করার জন্য বিভিন্ন কথা বলেছে।


সাধারণ বিনিয়োগকারীদের অংশ গ্রহণ না থাকায় এটি চালু করা সম্ভব হয়নি। নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও এনবিআর এর সাথে নতুন করে আলোচনা শুরু করে। কিভাবে বন্ড মার্কেটকে চাঙ্গা করা যায়। এরই অংশ হিসেবে গত বৃহস্পতিবার এই লেনদেন চালু করা হলো।


সূত্র মতে, বর্তমানে ডিএসইতে ২২২টি ট্রেজারি বন্ড তালিকাভুক্ত রয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার 10ybgtb20012026 বন্ডের এক হাজার ইউনিট ১১০ টাকা ৫০ পয়সায় সিটি ব্রোকারেজ বিক্রি করেছে। ক্রয় করেছে এমটিবি সিকিউরিটিজ। টি প্লাস টুতে এটি লেনদেন হবে ১১২ টাকা ৩০ পয়সা।

কোন মন্তব্য নেই