অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলা চুরির অভিযোগ অস্বীকার রাশিয়ার
করোনা টিকা প্রতিরোধে স্পুটনিক ভি টিকা তৈরিতে অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলা গুপ্তচরের মাধ্যমে চুরির অভিযোগ অস্বীকার করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। বৃটিশ ট্যাবলয়েডে ছাপা প্রতিবেদনকে সিরিয়াসলি না নিতে বলেছেন তিনি।
১০ অক্টোবর বৃটিশ ট্যাবলয়েড সান অভিযোগ তোলে যে, দেশটির উৎপাদিত অ্যাস্ট্রাজেনেকার টিকার ফর্মুলা রাশিয়ার গোয়েন্দারা চুরি করেছেন। এরপর ওই ফর্মুলা অনুযায়ী রাশিয়া করোনা মোকাবেলায় তাদের নিজস্ব টিকা স্পুটনিক ভি উৎপাদন করেছে। ৩৩৯ শব্দের ওই প্রতিবেদনে গোপন নিরাপত্তা সূত্রের বরাত দেয়া হয়েছিল।
কাজাখস্তানের রাজধানী নূর সুলতানে এক সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, বৃটিশ অথবা পশ্চিমা সহযোগীদের কেউ এসব অমূলক কথাবার্তা বিশ্বাস করে বলে মনে হয়না। ওখানে পুরোটাই ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে।
কোন মন্তব্য নেই