ইপ্রয়োজনের সাথে ইয়েস ওয়াটার টেকনোলজির যাত্রা শুরু
ভিন্নধারার ই কমার্স প্লাটফর্ম ইপ্রয়োজন এর সাথে ইয়েস ওয়াটার টেকনোলজি যাত্রা শুরু হয়েছে। আজ থেকে ইয়েস ওয়াটার টেকনোলজি সকল পন্য ও সেবা ইপ্রয়োজন থেকে পাওয়া যাবে।
ইপ্রয়োজন এবং ইয়েস ওয়াটার টেকনোলজির এই যাত্রা উপলক্ষে কাস্টমারদের নগদ ডিসকাউন্ট, সার্ভিসিং ক্যাম্পেইন, ফ্রি পরামর্শ , ওয়াটার টেস্টিং সুবিধা রয়েছে।
ইপ্রয়োজন কাস্টমারদের ক্যাশ অন ডেলিভারি সুবিধা অফার করে।
পানির অপর নাম জীবন, কারণ পানি ছাড়া কোনো প্রাণিই বাঁচতে পারে না। কিন্তু সেই পানি নিরাপদ না হলে তা জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। দূষিত পানি অনেক সময় মৃত্যুর কারণও হতে পারে। বর্ণহীন এই তরল পদার্থটি ছাড়া প্রাণি ও উদ্ভিদের অস্তিত্ব কল্পনা করা যায় না। দৈনন্দিন জীবনের প্রতিটি কাজের জন্যও আমাদের পর্যাপ্ত পানি প্রয়োজন।
প্রাপ্ত বয়স্ক একজন মানুষের দৈনিক ২ থেকে ৩ লিটার পানি পান করতে হয়। শহর এলাকায় কর্মজীবী মানুষেরা বোতলজাত পানি বা জার পানির উপর অনেকাংশে নির্ভরশীল। এই বোতলজাত পানি বা জার পানি প্রতিদিন হোটেল-রেস্তোরাঁ, অফিস, বাসাবাড়ি ও রাস্তার পাশের দোকান থেকে শুরু করে উৎসব-অনুষ্ঠান এবং ভ্রমণপথে খাবার পানি হিসেবে ব্যবহার করা হচ্ছে। কিন্তু এসব বোতলজাত খাবার পানি সম্পূর্ণ বিশুদ্ধ নয়।
যদি REVERSE OSMOSIS (RO) water purifier এর নিরাপদ-বিশুদ্ধ পানির উপর নির্ভর না করতে পারেন তাহলে বিভিন্ন ভাল Brand এর বোতল পানি আমরা কেনো খাচ্ছি? জানেন কি, ভাল Brand এর বোতল পানি পরিশোধনের জন্যে REVERSE OSMOSIS (RO) প্রক্রিয়াই ব্যবহার করা হয়, এখানে পানি ফুটানো বা ক্ষতিকর CHEMICAL মিশ্রিত করা হয় না, দয়া করে বোতলের লেভেলের লেখা গুলো পড়ে দেখুন।
পুরো world চলছে এখন RO purifier এর নিরাপদ-বিশুদ্ধ পানি দিয়ে, এরা যদি ভূল না করে তবে আমরা কেনো এই ভুল টা মেনে নিচ্ছি? কেনো আমরা অতি জরুরী খাবার পানির বিষয়ে আরও সচেতন / আধুনিক নই যেখানে সব কিছু এখন আপনার হাতের মুঠোয়।
ইয়েস ওয়াটার টেকনোলজির লক্ষ নিরাপদ খাবার পানি, সবার জন্য, স্বল্প মূলে।
আধুনিক বিজ্ঞান এর মতে, পানি ফুটালে পানি থেকে Bacterial/Biological impurities দূর করা যায়।
কিন্তু পানির একটি কঠিন সমস্যা পানিতে মিশ্রিত chemical যেমন salt, heavy metal, pesticides, fluoride, rust, arsenic, asbestos, Pharmaceuticals, PCBs, herbicides, lead, chlorine etc. জাতিয় dissolved impurities এর বেশিরভাগ অংশই থেকে যায়। বর্তমান সময়ে এই জাতিয় উপাদান পানিতে দিনদিন বেড়েই চলেছে।
একটা ভাল মানের Reverse Osmosis (RO) WATER PURIFIER আপনাকে কোন বড় খরচে ফেলবে না বরং আপনার পরিবারকে সুরক্ষিত রাখবে ৮০% পানিবাহিত রোগ থেকে, বাড়াবে রোগ প্রতিরোধ ক্ষমতা এবং ৮০% চিকিৎসা খরচ কমে যাবে আপনার পরিবার থেকে। আপনি ভাল থাকলে পরিবারের সবাই ভাল থাকবে।
আল্লাহ আমাদের হেফাজত করবেন সমস্ত রোগব্যাধি থেকে, আল্লাহ মহান এবং সকল ক্ষমতার উৎস,
আপনার প্রয়োজনে YES Water Technology এর এই নাম্বারগুলো সংগ্রহে রাখুন।
01971 11 08 76
01797 33 44 05
For your queries of any models,
নিচের online shop থেকে দেখে নিন আপনার পছন্দের পণ্যটি এবং ফোন করুন উপরোক্ত নাম্বারে, আপনার পছন্দের পণ্যটি বুঝে নিয়ে মূল্য পরিশোধ করুন।

কোন মন্তব্য নেই