২ মাসের মধ্যে ইউরোপের অর্ধেকের বেশি মানুষ ওমিক্রনে আক্রান্ত হবে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

২ মাসের মধ্যে ইউরোপের অর্ধেকের বেশি মানুষ ওমিক্রনে আক্রান্ত হবে


সংক্রমণের বর্তমান হার অব্যাহত থাকলে আগামী দুই মাসের মধ্যে ইউরোপের অর্ধেকের বেশি মানুষ করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত হবে। মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হ্যানস ক্লুগ এই সতর্কবার্তা দিয়েছেন।


সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘পশ্চিম থেকে পূর্বে ছড়িয়ে পড়া তরঙ্গের ঢেউয়ের প্রতিনিধিত্ব করছে ওমিক্রন। এই হারে বাড়তে থাকলে ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভালুয়েশন তাদের পূর্বাভাসে জানিয়েছে, আগামী ছয় থেকে আট সপ্তাহে এই অঞ্চলের ৫০ শতাংশের বেশি মানুষ সংক্রমিত হবে।’


ক্লুগ জানিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় অঞ্চলে ৫৩টি দেশ ও মধ্য এশিয়ার কয়েকটি অঞ্চল রয়েছে। এগুলোর মধ্যে ৫০টিতে ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে।


বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ২৬টি দেশ জানিয়েছে, তাদের জনসংখ্যার এক শতাংশের বেশি প্রতি সপ্তাহে কোভিড-১৯ এ সংক্রমিত হচ্ছে এবং ১০ জানুয়ারির আগের প্রথম পর্যন্ত এই অঞ্চলে প্রথম সপ্তাহে ৭০ লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে।

 

কোন মন্তব্য নেই