অস্কার জিতবে নেটফ্লিক্সের সিনেমা? - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

অস্কার জিতবে নেটফ্লিক্সের সিনেমা?


নেটফ্লিক্সের জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছু বলার নেই। বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় স্ট্রিমিং প্লাটফর্মটি প্রচারের পাশাপাশি সিনেমা প্রযোজনাও করছে। একাডেমি অ্যাওয়ার্ডের ক্ষেত্রে পরিচালক, অভিনেতার পাশাপাশি প্রযোজনা প্রতিষ্ঠানও গুরুত্ব বহন করে। সে কারণেই এ বছর ‘নেটফ্লিক্সের সিনেমা অস্কার পাবে কিনা’ তা নিয়ে তুমুল আলোচনা হচ্ছে। আলোচনার কারণ নেটফ্লিক্সের একাধিক সিনেমা অস্কার নমিনেশন প্রত্যাশী ছিল। ৮ ফেব্রুয়ারি অস্কার নমিনেশন ঘোষণা হলে দেখা গেল নেটফ্লিক্সের একাধিক সিনেমা এ তালিকায় রয়েছে। তালিকা ঘোষণার পর তাই সবাই প্রকাশ্যেই বলছে, এবার সেরা সিনেমা নেটফ্লিক্স থেকেই আসবে। বলার কারণ নেটফ্লিক্সের ঝুলির সিনেমাগুলো গল্প, অভিনয়, চিত্রনাট্য সব দিক থেকেই অস্কার পাওয়ার যোগ্য।


গত বছরের সিনেমাগুলোর মধ্যে জেন ক্যাম্পিয়ন পরিচালিত দ্য পাওয়ার অব দ্য ডগ নিয়ে দর্শকরাও উচ্ছ্বসিত ছিল। সিনেমাটি মনোনয়ন পাওয়ার সঙ্গে সঙ্গে এটিই সেরা সিনেমা হবে বলে সবাই মনে করছে। কেননা দ্য পাওয়ার অব দ্য ডগ মনোনয়ন পেয়েছে ১২টি বিভাগে। নেটফ্লিক্স ২০১৭ সালে সর্বপ্রথম মাডবাউন্ডের জন্য চারটি বিভাগে মনোনয়ন পেয়েছিল। কিন্তু সেরা সিনেমা ক্যাটাগরিতে পায়নি। ২০১৮ সালের আলফনসো কুয়ারনের রোমা সেরা সিনেমাসহ দশটি বিভাগে মনোনয়ন পেয়েছিল। তিনটি বিভাগে একাডেমি অ্যাওয়ার্ড জয় করেছিল, যার মধ্যে কুয়ারন সেরা পরিচালক হয়েছিলেন। প্রথমবারের মতো ইংরেজি ভাষা বাদে একটি সিনেমা সেরা পরিচালকের পুরস্কার পায়। কিন্তু সেরা সিনেমা বিভাগে গ্রিন বুক পুরস্কার পেয়েছিল। কিন্তু এবার অন্যান্য সিনেমার তুলনায় দ্য পাওয়ার অব দ্য ডগ এগিয়ে থাকছে।


অস্কার দৌড়ে এ সিনেমার পরিচালক জেন ক্যাম্পিয়ন নতুন নন। ১৯৯৩ সালে দ্য পিয়ানোর জন্য সেরা চিত্রনাট্যের পুরস্কার পেয়েছিলেন তিনি। তিনিই প্রথম নারী পরিচালক হিসেবে দুবার সেরা পরিচালকের নমিনেশন পান। অ্যাডাপ্টেড চিত্রনাট্যের জন্য যদি এবার পুরস্কৃত হন তাহলে তিনি প্রথম নারী হিসেবে মৌলিক ও অ্যাডাপ্টেড চিত্রনাট্য উভয় বিভাগে জয়ী হবেন। এর আগে ফ্রান্সিস ফোর্ড কপোলা ও বিলি ওয়াইল্ডারের মতো কিংবদন্তিরাই এ মাইলফলক ছুঁয়েছিলেন। স্পিলবার্গের ভিন্নধর্মী কাজ ওয়েস্ট সাইড স্টোরি, গিলমোরো দেল টোরোর নাইটমেয়ার অ্যালি থাকছে সেরা সিনেমার দৌড়ে কিন্তু সেখানেও কাঁটা ঝুঁকে থাকছে ক্যাম্পিয়নের সিনেমার দিকে।


অভিনেতাদের হিসাবে উইল স্মিথ (কিং রিচার্ড), ডেনজেল ওয়াশিংটন (দ্য ট্র্যাজেডি অব ম্যাকবেথ) থাকছেন লিস্টে কিন্তু কাম্বারব্যাচের সাম্প্রতিক সাফল্য তাদের ছাপিয়ে যেতে পারে। সেরা সিনেমার তালিকায় না থাকলেও সেরা অভিনেতার নমিনেশন পেয়েছেন অ্যান্ড্রু গারফিল্ড। বলে রাখা ভালো, টিক টিক... বুম  নেটফ্লিক্সের সিনেমা। সেরা অভিনেতার নমিনেশনে না থাকলেও সেরা সিনেমার নমিনেশন পেয়েছে লিওনার্দো ডি ক্যাপ্রিও অভিনীত ডোন্ট লুক আপ। বর্তমান সময়ের সামাজিক অবস্থার স্যাটায়ার এ সিনেমার সবাই প্রশংসা করলেও অনেকে বলছেন, ‘এটি ঠিক অস্কার উপযোগী নয়।’


অবস্থা দেখে বলা যায়, একটা না একটা বিভাগে এবার একাডেমি অ্যাওয়ার্ড নেটফ্লিক্সের ঘরে যাচ্ছে। তবে সেরা সিনেমা নিয়েই সবার আগ্রহ বেশি এবং সেক্ষেত্রে প্রতিযোগিতা হবে মূলত কেনেথ ব্রানার বেলফাস্টের সঙ্গে ক্যাম্পিয়নের দ্য পাওয়ার অব দ্য ডগের। পুরস্কার যে-ই পাক না কেন, দুটি সিনেমাই অসাধারণ বলে সবাই রায় দিয়েছে। অস্কার কখনো প্রযোজনা প্রতিষ্ঠান দেখে দেয়া হয় না, বরং এখানে সিনেমাটিকেই বিচার করা হয়। কিন্তু প্যারামাউন্ট পিকচারস, ওয়ার্নার ব্রোস, মেট্রো গোল্ডউইন মেয়ারের মতো প্রযোজনা প্রতিষ্ঠানের কাতারে যে নেটফ্লিক্স চলে এসেছে, এবারের অস্কার মনোনয়ন দেখে সে কথা স্পষ্ট হয়ে উঠেছে। তবে সেরা কে হবে তা দেখার জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। চূড়ান্ত ভোটগ্রহণ ১৫ মার্চ শুরু হবে।

কোন মন্তব্য নেই