নতুন আইনের প্রস্তাব মার্কিন আইনপ্রণেতাদের - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

নতুন আইনের প্রস্তাব মার্কিন আইনপ্রণেতাদের


মেটা নিয়ন্ত্রিত বিভিন্ন সোস্যাল সাইট, স্ন্যাপচ্যাট ও টিকটক ব্যবহারকারীদের আসক্তি মোকাবেলায় নতুন বিল উত্থাপন করেছেন যুক্তরাষ্ট্রের দুই সিনেটর। ডেমোক্রেটিক পার্টির সিনেটর এমি ক্লোবুচার ও রিপাবলিকান পার্টির সিনেটর সিনথিয়া লুমিস গতকাল বিলটি উপস্থাপন করেছেন। তারা বলছেন, ফেসবুক, টুইটার ও টিকটকের মতো সোস্যাল প্লাটফর্ম তরুণদের আসক্তির কারণ কিনা, সে ব্যাপারে গবেষণায় নামবে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন ও ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস। খবর রয়টার্স।


সিনেটর ক্লোবুচারের দপ্তর থেকে পাওয়া এক বিবৃতির বরাতে জানা গেছে, সোস্যাল মিডিয়া আসক্তি মোকাবেলায় ফেসবুকের মতো অন্যান্য প্রতিষ্ঠানের সম্ভাব্য করণীয় নিয়ে গবেষণা করবে সংস্থা দুটি।


ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন ও ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেসের গবেষণা থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নতুন নীতিমালা তৈরি করবে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি)। নীতিমালা না মানলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে সোস্যাল প্লাটফর্মগুলোর বিরুদ্ধে।


বিবৃতিতে ক্লোবুচার বলেন, দীর্ঘদিন ধরে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বলে এসেছে—আমাদের বিশ্বাস করো। আমরা পারব। কিন্তু এখন আমরা জানি, সোস্যাল মিডিয়া প্লাটফর্মগুলো বারবার মানুষের চেয়ে মুনাফাকেই বেশি গুরুত্ব দিয়েছে। এদের অ্যালগরিদম ব্যবহারকারীদের ধরে রাখতে বিপজ্জনক কনটেন্ট দেখায় এবং ভুয়া তথ্য ছড়ায়। এ বিল ওই সমস্যাগুলো নিয়ে কাজ করবে।


গত বছর ১১ বছর বয়সী এক মার্কিন কিশোরীর আত্মহত্যার পেছনে সোস্যাল মিডিয়া আসক্তি ভূমিকা রেখেছে বলে জানা গেছে। জানুয়ারিতে ওই কিশোরীর মা মেটা ও স্ন্যাপচ্যাটের বিরুদ্ধে মামলা করেন।


এনফিল্ড শহরের বাসিন্দা সেলেনা রদ্রিগেজ নামের ওই কিশোরী গত বছরের জুলাইয়ে আত্মহত্যা করে। সোস্যাল প্লাটফর্মের বিভিন্ন বিপজ্জনক ফিচার ব্যবহার এ আত্মহত্যায় প্ররোচিত করেছে। তদন্তে দেখা গেছে, ওই কিশোরী ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাটে মারাত্মকভাবে আসক্ত ছিল। বেশ কয়েকবার তার কাছ থেকে স্মার্টফোন কেড়ে নেয়া হলে বাসা থেকে পালিয়ে গিয়ে তা ব্যবহার করত বলে জানান কিশোরীর মা। এ আসক্তি নিরাময়ে থেরাপিস্টের কাছে চিকিৎসাও নেয়া হয়। থেরাপিস্টের দাবি, সোস্যাল মিডিয়ায় এমন আসক্ত রোগী আগে কখনো দেখেননি। ২০২১ সালের ২১ জুলাই আত্মহত্যার আগে কয়েক মাস ধরে ঘুমের ঘাটতি ও বিষণ্নতায় আক্রান্ত ছিল সেলেনা।


উপস্থাপিত নতুন বিল নিয়ে টুইটারের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের তাত্ক্ষণিক প্রতিক্রিয়া জানতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স। মেটা সরাসরি কোনো মন্তব্য করতে রাজি না হলেও গত ডিসেম্বরের একটি ব্লগ পোস্টে ইনস্টাগ্রামে নানা ইতিবাচক পরিবর্তন আনার কথা বলেছিল প্রতিষ্ঠানটি।


গত বছর প্রযুক্তি সেবার বাজারে আলোড়ন তুলেছিলেন ফেসবুকের অভ্যন্তরীণ তথ্য ফাঁসকারী সাবেক কর্মী ফ্রান্সিস হাউগেন। হাউগেনের ফাঁস করা নথিপত্র থেকে উঠে আসে কিশোর বয়সীদের ওপর ইনস্টাগ্রামের বিরূপ প্রভাবের বিষয়ে জানা থাকলেও মুনাফার লোভে বিষয়টি চেপে গেছে সম্প্রতি মেটা নাম ধারণ করা ফেসবুক।


পরবর্তী সময়ে সিনেট শুনানিতে হাজির হয়ে হাউগেন সাক্ষ্য দেন, নভেল করোনাভাইরাস এবং এর টিকা সম্পর্কে বিপজ্জনক ভুয়া তথ্য প্রচারের সুযোগ দিচ্ছে সোস্যাল জায়ান্টটি। ফেসবুকের ব্যবসায়িক কর্মকাণ্ড আর মেনে নিতে না পেরে গত বছর প্রতিষ্ঠানটির চাকরি ছেড়ে দিয়েছেন ফ্রান্সিস হাউগেন। তবে চাকরি ছাড়ার আগে কপি করে নিয়েছিলেন ফেসবুকের বেশকিছু অভ্যন্তরীণ নথিপত্র।


প্রাপ্ত ফলাফল এড়িয়ে যাওয়া নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ফেসবুক তখন দাবি তোলে, ভুলভাবে উপস্থাপিত হয়েছে তাদের গবেষণার ফলাফল; গুরুত্ব পায়নি ইনস্টাগ্রামের ইতিবাচক প্রভাবের বিষয়টি। এর কয়েক দিন বাদে সিনেটে সাক্ষ্য দেয়ার সময়েও একই বক্তব্য দিয়েছেন ফেসবুকের নিরাপত্তাবিষয়ক বৈশ্বিক প্রধান অ্যান্টিগন ডেভিস।

কোন মন্তব্য নেই