ডিএসইর টানা সতর্কবার্তায় পিছু হটেছে তমিজ উদ্দিন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ডিএসইর টানা সতর্কবার্তায় পিছু হটেছে তমিজ উদ্দিন


শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি তমিজউদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেডের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটির কর্তৃপক্ষ। কোম্পানি কর্তৃপক্ষের মতামতের ভিত্তিতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মনে করেছে, বিনা কারণে কোম্পানিটির শেয়ারদর অতিরিক্ত বেড়েছে। যে কারণে কোম্পানিটির শেয়ার নিয়ে ডিএসইর ওয়েবসাইটে সতর্কবার্তা জারি করেছে প্রতিষ্ঠানটি টানা দুই সপ্তাহ।


জানা গেছে, গত ০১ ফেব্রুয়ারি তমিজ উদ্দিন টেক্সটাইল মিলসের শেয়ারদর ছিল ১৪২ টাকা ২০ পয়সা। আর ১৫ ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ারদর বেড়ে দাঁড়ায় ৩০১ টাকা ৩০ পয়সায়। এই সময়ে কোম্পানিটির শেয়ারদর ১৩৭ টাকা ১০ পয়সা বা ৮৩.৫০ শতাংশ বেড়েছে।


তবে ডিএসইর সতর্কতা জারির পরে কোম্পানিটির শেয়ার দর আবারও পিছু হটতে শুরু করেছে। দুই কাযদিবসে কোম্পানিটির শেয়ার দর কমেছে ২৮ টাকা ২০ পয়সা বা ৯.৩৫ শতাংশ। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৭৩ টাকা ১০ পয়সায়।


সর্বশেষ দুই প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৬০ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ১ টাকা ৮৩ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৮২ টাকা ৯৬ পয়সায়।


সর্বশেষ ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। কোম্পানিটি ওটিসি মার্কেট থেকে আসার পর ‘জেড’ ক্যাটাগরীতে লেনদেন করেছে। ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার ফলে নিয়ম অনুযায়ী কোম্পানিটি এখন ‘এ’ ক্যাটাগরীতে উন্নীত হয়েছে।


স্বল্প মূলধনী কোম্পানি তমিজউদ্দিন টেক্সটাইলের পরিশোধিত মূলধন রয়েছে ৩০ কোটি ৬০ লাখ টাকা। বিপরীতে রিজার্ভ রয়েছে ২১৭ কোটি ৩৭ লাখ টাকা।


সর্বশেষ শেয়ারদর অনুযায়ী কোম্পানিটির পিই রেশিও অবস্থান করছে ৫২.৫২ পয়েন্টে।

কোন মন্তব্য নেই