সাইফ পাওয়ারটেকের ডিভিডেন্ডের অনুমোদন দিয়েছে বিএসইসি
কোম্পানিটি ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ও ৬ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছিল। এরপর স্টক ডিভিডেন্ড অনুমোদনের জন্য বিএসইসির কাছে প্রস্তাব পাঠায়।
অনুমোদিত স্টক ডিভিডেন্ডের জন্য আগামি ২৮ ফেব্রুয়ারি রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
প্রসঙ্গত, যেসব দুর্বল মৌলের কোম্পানি পরিশোধিত মূলধন বাড়ানোর জন্য স্টক ডিভিডেন্ড ঘোষণা করবে, সেসব কোম্পানি বিএসইসির অনুমোদন ছাড়া স্টক ডিভিডেন্ড ইস্যু করার জন্য রেকর্ড ডেট নির্ধারণ করতে পারবে না। বিএসইসি স্টক ডিভিডেন্ড ইস্যুর যৌক্তিকতা যাচাই-বাচাই করে সিদ্ধান্ত দেওয়ার পরই কোম্পানি পরবর্তী ব্যবস্থা গ্রহণ করতে পারবে।
এরই ধারাবাহিকতায় ইতোমধ্যে ফরচুন সুজ, জেনেক্স ইনফোসিসসহ কয়েকটি কোম্পানিটির প্রস্তাবিত ডিভিডেন্ড অনুমোদনে দিয়েছে বিএসইসি। তবে মেট্রো স্পিনিংয়ের প্রস্তাবিত ডিভিডেন্ড নাকচ করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।
কোন মন্তব্য নেই