সোনালী পেপারের রাইট আবেদন শুরু ৭ জুন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সোনালী পেপারের রাইট আবেদন শুরু ৭ জুন

 

পুঁজিবাজারে তালিকাভুক্ত কাগজ ও প্রকাশনা খাতের কোম্পানি সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড ঘোষিত ২:১(আর) অনুপাতে রাইট শেয়ার আবেদনের তারিখ নির্ধারণ করেছে।


কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।


জানা গেছে, আগামী ৭ জুন কোম্পানিটির রাইট আবেদন শুরু হবে। চলবে আগামী ২৮ জুন পর্যন্ত। কোম্পানিটি জানিয়েছে, আগামী ২৩ মে কোম্পানিটির রাইট শেয়ার সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।


এর আগে গত ২০ এপ্রিল নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর ৮২১তম কমিশন সভায় কোম্পানিটির রাইট শেয়ার প্রস্তাব অনুমোদন করা হয়।


এতে বলা হয়, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের ১০ (দশ) টাকা মূল্যের ১ কোটি ৯ লাখ ৮১ হাজার ৭২৯টি সাধারণ শেয়ার প্রতিটি ১০ টাকা মূল্যে রাইটস শেয়ার হিসেবে ইস্যুর মাধ্যমে (১রা:২ হারে অর্থাৎ বিদ্যমান দুইটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি সাধারণ শেয়ার রাইটস হিসেবে) মোট ১০ কোটি ৯৮ লাখ ১৭ হাজার ২৯০ টাকা মূলধন সংগ্রহের জন্য আবেদন করে। সেই প্রেক্ষিতে কমিশন উক্ত আবেদন অনুমোদন করে।


কোম্পানিটি মূলধনী যন্ত্রপাতি ক্রয়ের লক্ষ্যে রাইটস শেয়ার ইস্যুর সিদ্ধান্ত গ্রহণ করে। বিএসইসির শর্ত অনুসারে, কোম্পানিটি আগামী ৫ বছর বোনাস শেয়ার ইস্যুর মাধ্যমে তারা পরিশোধিত মূলধন বৃদ্ধি করতে পারবে না এবং স্পনসর/ডিরেক্টরদের শেয়ার ৩ বছর লক ইন থাকবে।

কোন মন্তব্য নেই