বিএসইসি’র প্রথম মহিলা কমিশনার রুমানা ইসলাম - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বিএসইসি’র প্রথম মহিলা কমিশনার রুমানা ইসলাম


দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন কমিশনার হিসেবে যোগদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধ্যাপক ড. রুমানা ইসলাম। রোববার (০৮ মে) প্রথম মহিলা কমিশনার হিসেবে যোগ দিলেন তিনি।

গত এক বছর ধরে ১টি কমিশনারের পদ শূন্য ছিলো। সাবেক কমিশনার খন্দকার কামালুজ্জামান ১ বছর আগে বিদায় নিলেও শূন্য পদে এর আগে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। প্রথম মহিলা কমিশনার হিসেবে অধ্যাপক ড. রুমানা ইসলামের যোগদানের মাধ্যমে সেই শূন্য পদটি পূরণ হলো।


নতুন কমিশনার হিসেবে যোগদান করার পর অনুভূতি ব্যক্ত করে ড. রুমানা ইসলাম বলেন, নতুন দায়িত্ব পেয়ে আমি ভীষণ খুশি। আমি আমার মেধা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে দায়িত্ব পালনের চেষ্টা করবো। এজন্য তিনি সংশ্লিষ্ট সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, ড. রুমানা ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০০৩ সালে স্নাতক ও ২০০৪ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি ২০০৬ সালে যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক বাণিজ্য আইন বিষয়ে স্নাতকোত্তর ও ২০১৫ সালে যুক্তরাজ্যের ওয়ারউইক বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক বিনিয়োগ আইনের উপর পিএইচডি করেছেন।

অপরদিকে তিনি ২০০৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে সহকারি অধ্যাপক হিসেবে যোগ দেন। ড. রুমানাকে গত বছরের এপ্রিলে বাংলাদেশ সরকার বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অব ইনভেস্টমেন্ট ডিসপিউটস-এ (আইসিএসআইডি) প্যানেল আরবিট্রেটর হিসেবে মনোনীত করে।

আইন অনুযায়ি, বিএসইসিতে খন্দকার কামালুজ্জামানের মেয়াদ শেষ হয়েছে গত বছরের ৩১ মার্চ। এরই ধারাবাহিকতায় তিনি বিএসইসি থেকে আনুষ্ঠানিকভাবে বিদায়ও নিয়েছেন। তার বিদায়ের ১৩ মাস পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধ্যাপক ড. রুমানা ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে খন্দকার কামালুজ্জামান ২০১৭ সালের ১২ অক্টোবর থেকে ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত বিএসইসিতে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

কোন মন্তব্য নেই