ব্যাংকের ডিভিডেন্ড পৌনে ৩ হাজার কোটি টাকা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ব্যাংকের ডিভিডেন্ড পৌনে ৩ হাজার কোটি টাকা






কয়েক বছর যাবত শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর ডিভিডেন্ড বাড়তে বাড়তে এখন তা পৌনে ৩ হাজার কোটি টাকায় পৌঁছেছে।


৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ব্যাংকগুলোর ডিভিডেন্ড ঘোষণা ইতোমধ্যে প্রায় শেষ হয়েছে। সিংহভাগ ব্যাংকই এবছর আগের বছরের তুলনায় বেশি ডিভিডেন্ড ঘোষণা করেছে।


এবছর ব্যাংকগুলো যে পরিমাণ ডিভিডেন্ড ঘোষণা করেছে, তা বিতরণ করা হলে ব্যাংকগুলো এবার তার শেয়ারধারীদের মধ্যে বিতরণ করবে মোট ২ হাজার ৬৯১ কোটি ১০ লাখ ১৪ হাজার টাকা।




এর মধ্যে প্রাইম ব্যাংক একাই প্রায় ২০০ কোটি টাকা ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে, যেটি ব্যাংক খাতে ক্যাশ ডিভিডেন্ড হিসাবে সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ পৌনে ২০০ কোটি টাকা ক্যাশ ডিভিডেন্ড দেবে ব্যাংক এশিয়া। অন্যান্য ব্যাংকগুলোর ডিভিডেন্ডও এবার চোখে পড়ার মতো।

ব্যাংকখাত সংশ্লিষ্টরা বলছেন, কয়েক বছর ধরে বেশ কিছু ব্যাংকের ক্যাশ ডিভিডেন্ড এতটাই ভালো আসছে যে এখন ব্যাংকে সঞ্চয়ী হিসাবে টাকা রাখলে যে হারে সুদ পাওয়া যায়, বেশ কিছু ব্যাংকের শেয়ার কিনে রাখলে তার চেয়ে বেশি টাকা পাওয়া যায়। সঙ্গে আসে বোনাস শেয়ারও।


তারা বলছেন, ব্যাংকগুলোর যে হারে ডিভিডেন্ড ঘোষণা করছে, সে হারে ব্যাংকগুলো শেয়ারদর বাড়ছে না। তাদের মতে, ব্যাংক খাতে ইদানিং কেন যেন বিনিয়োগকারীদের আগ্রহে ভাটা পড়েছে। তারা বলছেন, ব্যাংক খাত বড় মূলধনী হওয়ার কারণে এখাতে বিনিয়োগকারীদের তেমন একটা আগ্রহ নেই।





কোন মন্তব্য নেই