বিনিয়োগকারীদেরকে বাজার সংশ্লিষ্টদের ঈদের শুভেচ্ছা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বিনিয়োগকারীদেরকে বাজার সংশ্লিষ্টদের ঈদের শুভেচ্ছা

 

বিনিয়োগকারীদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন শেয়ারবাজার সংশ্লিষ্টরা। একইসঙ্গে ঈদের পরে শেয়ারবাজারে আস্থা, স্বচ্ছতা ও গতিশীলতা থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তারা।


ঈদের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, এখনো করোনাভাইরাস মহামারি পুরোপুরি কেটে যায়নি। তাই এবারের ঈদেও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ রইল। এরমধ্য দিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমরা বিনিয়োগকারীদের স্বার্থে সর্বাত্মক চেষ্টা করছি। আশা করছি সামনে শেয়ারবাজার আরও ভালো হবে।


বিনিয়োগকারীদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক শাকিল রিজভী বলেন, শেয়ারবাজার নিয়ে হতাশ না হয়ে ধৈর্য্য ধরতে হবে। এখনো অনেক শেয়ার বিনিয়োগযোগ্য আছে। এই অবস্থায় ভালো শেয়ারে বিনিয়োগ করলে লোকসানের সম্ভাবনা নেই। তাই বিনিয়োগকারীদেরকে ভালো শেয়ারে বিনিয়োগ করার পরামর্শ দেন তিনি।


চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এর অন্তর্ভুক্ত সকল সদস্য, ব্রোকার ও বিনিয়োগকারীদেরকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্টক এক্সচেঞ্জটির চেয়ারম্যান আসিফ ইব্রাহিম। একইসঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান করেছেন।


শেয়ারবাজার নিয়ে আশাবাদ ব্যক্ত করে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (বিএমবিএ) সভাপতি ছায়েদুর রহমান বলেন, আমাদের শেয়ারবাজারে এখনো অনেক শেয়ার বিনিয়োগযোগ্য। এফডিআর এর সুদের হার কমে আসায় শেয়ারবাজারে বিনিয়োগের সুযোগ তৈরী হয়েছে। সবমিলিয়ে শেয়ারবাজার সামনের দিকে যাওয়ার অপার সম্ভাবনা রয়েছে। তাই বিনিয়োগকারীদের হতাশ না হয়ে বিনিয়োগের সঠিক সিদ্ধান্ত নিতে হবে।

কোন মন্তব্য নেই