ইপিএস বেড়েছে জ্বালানি খাতের আট কোম্পানির
শেয়ারবাজারে তালিকাভূক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের ২৩টি কোম্পানির মধ্যে চলতি অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২১-মার্চ’২২) শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে আটটি কোম্পানির। অন্যদিকে ইপিএস কমেছে ১৩টি কোম্পানির। আর দুটি কোম্পানি আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, ইপিএস বৃদ্ধি পাওয়া বিদ্যুৎ ও জ্বালানি খাতের এই আট কোম্পানির মধ্যে সর্বোচ্চ ৫৩.১ শতাংশ থেকে সর্বনিন্ম ৮.৯০ শতাংশ পর্যন্ত ইপিএস বেড়েছে। এই আট কোম্পানির মধ্যে রয়েছে ডরিন পাওয়ার, শাহজিবাজার পাওয়ার, ডেসকো, ইন্ট্রাকো রিফুয়েলিং, ইউনাইটেড পাওয়ার, বারাকা পাওয়ার, মেঘনা পেট্রোলিয়াম এবং বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড।
ডরিন পাওয়ার: কোম্পানিটির তৃতীয় প্রান্তিক (জুলাই’২১-মার্চ’২২) শেয়ার প্রতি আয় হয়েছে ৮ টাকা ২৪ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিলো ৫ টাকা ৩৮ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৫১ টাকা ০৮ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলোনায় কোম্পানিটির ইপিএস বেড়েছে ২ টাকা ৮৬ পয়সা বা ৫৩.১৫ শতাংশ।
শাহজিবাজার পাওয়ার: কোম্পানিটির তৃতীয় প্রান্তিক (জুলাই’২১-মার্চ’২২) শেয়ার প্রতি আয় হয়েছে ৫ টাকা ৭০ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিলো ৪ টাকা ৫৩ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৮ টাকা ৬৭ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলোনায় কোম্পানিটির ইপিএস বেড়েছে ১ টাকা ১৭ পয়সা বা ৩৭.৫২ শতাংশ।
ডেসকো: কোম্পানিটির তৃতীয় প্রান্তিক (জুলাই’২১-মার্চ’২২) শেয়ার প্রতি আয় হয়েছে ৫৬ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিলো ৪৩ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৬৪ টাকা ৮৬ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলোনায় কোম্পানিটির ইপিএস বেড়েছে ১৩ পয়সা বা ৩০.২৩ শতাংশ।
ইন্ট্রাকো রিফুয়েলিং: কোম্পানিটির তৃতীয় প্রান্তিক (জুলাই’২১-মার্চ’২২) শেয়ার প্রতি আয় হয়েছে ৭৩ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিলো ৫৯ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১১ টাকা ৯০ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলোনায় কোম্পানিটির ইপিএস বেড়েছে ১৪ পয়সা বা ২৩.৭২ শতাংশ।
ইউনাইটেড পাওয়ার: কোম্পানিটির তৃতীয় প্রান্তিক (জুলাই’২১-মার্চ’২২) শেয়ার প্রতি আয় হয়েছে ১৭ টাকা ৩৪ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিলো ১৪ টাকা ৮৩ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৫৬ টাকা ৫২ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলোনায় কোম্পানিটির ইপিএস বেড়েছে ২ টাকা ৫১ পয়সা বা ১৬.৯২ শতাংশ।
বারাকা পাওয়ার: কোম্পানিটির তৃতীয় প্রান্তিক (জুলাই’২১-মার্চ’২২) শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৫৩ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিলো ২ টাকা ১৮ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২২ টাকা ৮৯ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলোনায় কোম্পানিটির ইপিএস বেড়েছে ৩৫ পয়সা বা ১৬.০৫ শতাংশ।
মেঘনা পেট্রোলিয়াম: কোম্পানিটির তৃতীয় প্রান্তিক (জুলাই’২১-মার্চ’২২) শেয়ার প্রতি আয় হয়েছে ১৯ টাকা ১১ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিলো ১৭ টাকা ৪০ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৭৯ টাকা ০১ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলোনায় কোম্পানিটির ইপিএস বেড়েছে ১ টাকা ৭১ পয়সা বা ৯.৮২ শতাংশ।
বারাকা পতেঙ্গা পাওয়ার: কোম্পানিটির তৃতীয় প্রান্তিক (জুলাই’২১-মার্চ’২২) শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ১৮ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিলো ২ টাকা ৯২ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩০ টাকা ৯৬ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলোনায় কোম্পানিটির ইপিএস বেড়েছে ২৬ পয়সা বা ৮.৯০ শতাংশ।
এছাড়াও বিডি ওয়েল্ডিং চলতি অর্থবছরের কোন প্রান্তিকেরই আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি।
অন্যদিকে, লিনডে বাংলাদেশ ডিসেম্বর ক্লোজিং কোম্পানি। কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২১ অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ৫৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে। জানুয়ারি-মার্চ’২২ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন এখনো প্রকাশ করেনি।
কোন মন্তব্য নেই