দুই ঘণ্টায় লেনদেন ছাড়াল সাড়ে ৫শ কোটি টাকা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

দুই ঘণ্টায় লেনদেন ছাড়াল সাড়ে ৫শ কোটি টাকা


সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রপ্রতিক্রিয়ায় লেনদেন চলছে। প্রথম দুই ঘণ্টায় লেনদেন হয়েছে সাড়ে ৫০০ কোটি টাকার বেশি।


ডিএসইর দেওয়া তথ্য মতে, মঙ্গলবার (১০ মে) দুপুর ১২টা ০৪ মিনিট পর্যন্ত ‘ডিএসই এক্স’ ১০ পয়েন্ট ও শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়েছে। তবে ‘ডিএসই ৩০’ সূচকটি ২ পয়েন্ট কমেছে।



এসময় পর্যন্ত লেনদেন হয়েছে ৫৬৭ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট।


এক্সচেঞ্জটিতে আজ মোট ৩৭৮টি কোম্পানি শেয়ার লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মধ্যে ২০৭টির শেয়াদর বেড়েছে, কমেছে ১২২টির। বাকি ৪৯টির শেয়ারদর এখনো অপরিবর্তিত রয়েছে।


কোন মন্তব্য নেই