লাভেলোর পরিচালকদের শেয়ার কমেছে ১৩.৫৯ শতাংশ

জানা গেছে, তৌফিকা ইঞ্জিনিয়ার্স কোম্পানির অন্যতম শেয়ারহোল্ডার। কোম্পানিটির কাছে ১৩.৩৯ শতাংশ শেয়ার ছিল। তৌফিকা ইঞ্জিনিয়ার্সের মনোনীত পরিচালক হিসেবে কাওসার আহমেদ লাভেলো আইসক্রিমের পরিচালক ছিলেন। কাওসার আহমেদ লাভেলো আইসক্রিমের পরিচালনা পর্ষদ থেকে অব্যাহতি নিয়েছেন । এরপর তৌফিকা ইঞ্জিনিয়ার্স এর কাছে থাকা ১৩.৫৯ শতাংশ শেয়ার লাভোলোর পরিচালনা পর্ষদে না থাকার জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) আবেদন করে। বিএসইসি অনুমোদন করায় লাভেলোর পরিচালনা পর্ষদ থেকে বেরিয়ে তৌফিকা ইঞ্জিনিয়ার্স প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী হিসেবে অর্ন্তভুক্ত হয়েছে। ফলে লাভেলোর পরিচালনা পর্ষদের শেয়ার কমেছে।
এদিকে কোম্পানিটির পরিচালনা পর্ষদের একটি পরিচালকের পদ শূন্য হওয়ায় কোম্পানির উদ্যোক্তা পরিচালক মো: একরামুল হক তার কাছে থাকা শেয়ার থেকে ৩০ লাখ শেয়ার তার মেয়ে মিস মুহসিনিনা শারিকা একরামকে উপহার হিসাবে হস্তান্তর করেন। এবং মুহসিনিনা শারিকা একরামকে কোম্পানির পরিচালক হিসাবে নিয়োগ দেন।
কোন মন্তব্য নেই